তোমার যদি এতই জ্ঞান থাকে তবে তুমি কেন কোচ নয়ঃ আর্চার

নিউজ ডেস্ক »

জোফরা আর্চারের প্রতি বোধহয় অধিকাংশ ক্যারিবিয়ানদের ক্ষোভ রয়েছে। কারণটা সবারই কম বেশি জানা নিজের দেশকে ফেলে প্রতিনিধিত্ব করছেন ইংলিশদের। এবার নিজের দেশের বিপক্ষেই করছেন বল। তবে ক্যারিবিয়ান সাবেক পেসার টিনো বেস্টের এক মন্তব্যে বেজায় ক্ষেপেছেন আর্চার।

চলতি টেস্টে আর্চার খুব একটা সফলতা দেখাতে পারেন নি যার প্রেক্ষিতে টিনো বেস্ট বলেছেন ব্রডকে বাদ দিয়ে আর্চারকে দলে নেওয়ার সিদ্ধান্ত মোটেও ঠিক হয়নি।

এ বিষয়টি নিয়ে নিজের টুইটার একাউন্টে বেস্ট বলেন, ‘আমি সত্যিই বুঝতে পারছি না ব্রডকে বাদ দিয়ে কেনো আর্চারকে নিলো দলে। ইংলিশ স্কোয়ার্ডে উড আছে যে ৯০ মাইল গতিতে বল করতে পারে। আর্চার স্বাভাবিক ভাবেই ব্রডের মতো গতিতে বল করছে সেক্ষেত্রে ব্রডই ভালো ছিলো টেস্টের জন্য।’

খেলার ব্যস্ততা থাকার পরেও এ টুইট চোখে পড়েছে স্বয়ং আর্চারের। বেস্টের কথার প্রেরিক্ষেতে আর্চার বলেন, ‘এতই যখন জ্ঞান দিতে পারো তাহলে তুমি কেনো এখনো কোচ হতে পারলা না?’

তবে এরপর আর বেস্ট কোন উত্তর করে নি।

সাউদাম্পটন টেস্টের তৃতীয় দিন শেষে দুই দলের সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
প্রথম টেস্ট / তৃতীয় দিন

ইংল্যান্ডঃ ২০৪/১০(৬৭.৩) (১ম ইনিংস)
বেন স্টোকস ৪৩(৯৭), জস বাটলার ৩৫(৪৭).

শ্যানন গ্যাব্রিয়েল ১৫.৩-৩-৬২-৪
জেসন হোল্ডার ২০-৬-৪২-৬

ওয়েস্ট ইন্ডিজঃ ৩১৮-১০ (১০২) (প্রথম ইনিংস)
ব্রাথওয়েট ৬৫, ডারউইচ ৬১

বেন স্টোকস ১৪-৫-৪৯-৪, জেমস আন্ডারসনকে ২৫-১১-৬২-৩

ইংল্যান্ডঃ ১৫/০(১০)
ররি বার্নস ১০(২৬)*, শিবলি ৫(৩৪)*

কেমার রোচ ৫-৩-৬-০

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »