তিন ধাপে মাঠে ফিরবেন ক্রিকেটাররা!

নিউজ ডেস্ক »

লম্বা সময় ধরে ক্রিকেটাররা মাঠের বাইরে। এবার তাদেরকে মাঠে ফেরাতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্রথমে ক্রিকেটারদের নিরাপত্তার দিকটায় গুরুত্ব দিচ্ছে বোর্ড।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মতে ক্রিকেটারদের মাঠে ফেরাতে হলে প্রথমেই প্রয়োজন নিরাপত্তা বেষ্টনী। আর নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা থাকবেন বাইরের দুনিয়ার সাথে তাদের কোন যোগাযোগ থাকবে না।

ক্রিকেটারদের মাঠে ফেরাতে তিনটি ধাপ তৈরি করেছে বিসিবি। এই তিনটি ধাপ হলোঃ

১। সলো বা একক অনুশীলন।

২। কয়েক ভাগে ভাগ হয়ে অনুশীলন।

৩। বোলারদের নিয়ে অনুশীলন।

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে এবারই প্রথম এত লম্বা সময়ের জন্য মাঠের বাইরে আছেন ক্রিকেটাররা। এ বিরতি আরো লম্বা হলে একটা সময় ক্রিকেটারদের ফিটনেসে প্রভাব ফেলতে পারে। এমনিতেই ক্রিকেটাররা ঘরোয়া ব্যয়ামে সন্তুষ্ট না। কাজেই এ ব্যাপারটা ভালো ভাবেই ভাবাচ্ছে বিসিবিকে। তবে বিসিবি সবার আগে ক্রিকেটারদের নিরাপত্তাকেই গুরুত্বপূর্ণ মনে করছে।

এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনটিভিকে দেবাশীষ চৌধুরী জানান, ‘মোট তিনটি ধাপ থাকবে। প্রথমটা হচ্ছে সলো বা একক অনুশীলন। একটা ক্রিকেটারের জন্য ১ ঘন্টা সময় থাকবে। কেবল ফিজিও বা ট্রেনার সাথে থাকবে। আইসিসির নির্দেশনা অনুযায়ীই৷’

যদিওবা এমন নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা সম্ভব কেবল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলোর ক্ষেত্রেই, এমনটা মনে করছেন বিসিবির প্রধান চিকিৎসক। তবে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম লাল অঞ্চলে থাকায় এ কাজটা মোটেও সহজ হবে না বিসিবির জন্য।

তাঁর ভাষ্য, ‘আমি মনে করি এটি কেবল সম্ভব হবে আন্তর্জাতিক ম্যাচগুলোর ক্ষেত্রে। তবে আপনি এভাবে করতে পারবেন না কারণ সবাইকে একসঙ্গে রাখা এবং দেখভাল করা প্রায় অসম্ভব। তবে আমি মনে করি আপনি যদি একটি দল ঘোষণা করেন তবেই সে দলটির জন্য এই পদক্ষেপ গ্রহণ করা যাবে।’

বিসিবির প্রধান চিকিৎসক আরো জানান, ‘আমরা দলটিকে আলাদা রাখতে পারবো এবং তারা হোটেলে থাকবে। একই হোটেলের একটা ফ্লোরে রাখা হবে তাদেরকে। আর এখানে কিছু দিক নির্দেশনাও রয়েছে। তারা একই ফ্লোরে থাকবে এবং সেখান থেকে নামবে, একটি গাড়ি ব্যবহার করবে, স্টেডিয়ামে যাবে, এরপরে খেলবে এবং খেলা শেষে আবারো গাড়িতে চড়ে সোজা হোটেলে চলে আসবে। এর মানে অন্য কারো সঙ্গে যোগাযোগ হচ্ছে না তাদের এবং সংস্পর্শেও যাওয়া হচ্ছে না। এটি সম্ভব কেবল একটি দলের জন্য। সবার জন্য এটা সম্ভব না।’

নিউজক্রিকেট/দুর্জয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »