জো রুটকে নিয়ে শঙ্কা!

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই মাস খেলা বন্ধ৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ই জুলাই ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেষ্ট সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। যদিও করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তাই খেলোয়াড়দের মানতে হবে নানান রকম নিয়ম। আর এর কারণেই সমস্যায় পড়তে পারেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট৷

৮ জুলাইয়ে শুরু হবে প্রথম টেষ্ট। এই টেস্টে রুটকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রুট তার সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান। প্রথম টেষ্ট খেলতে না পারলে হয়তো দ্বিতীয় টেষ্টেও খেলা হবেনা রুটের৷ কারণ দ্বিতীয় টেষ্টের আগে তাকে স্বেচ্ছায় আইসোলেশনে থাকতে হবে। এমনই খবর প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম।

ইসিবির নিয়ম অনুযায়ী দলে ফেরার আগে ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। প্রথম টেষ্টের সময় রুট তার স্ত্রীর কাছে থাকবেন সুতরাং রুটকে পরবর্তী ৭ দিনের আইসোলেশনে যেতে হবে। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এই নিয়মে আগামী মাসে কিছুটা শিথিল আনতে পারে।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টেষ্ট শুরু হবে ১৬ জুলাই। সময় ও নিয়মেত মারপ্যাঁচে হয়তো রুট দ্বিতীয় টেষ্টও না খেলতে পারেন।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »