গড়ের অর্ধশতক চান সৌম্য!

নিউজ ডেস্ক »

২০১৪ সালে ওয়ানডে অভিষেকের পর প্রায় ৬ বছরে দলকে বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন তার দূর্দান্ত সব ইনিংসে। অভিষেকের পরের বছরই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ ব্যাটিং পার্ফরমেন্সে জয় করেছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মন। টপ অর্ডার দিয়ে শুরু করলেও আস্তে আস্তে মিডল অর্ডারে নেমে আসেন আর সেই সাথে গড়েরও বড় পতন শুরু হয়।৫১ গড় থেকে নেমে আসেন ৩০ এর ঘরে।

তবে সম্প্রতি এক লাইভ সেশনে সৌম্য জানিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা।তার ব্যাটিং গড়কে পঞ্চাশের বেশি নিতে চান তিনি।এ ব্যাপারে রিপোর্টারের করা এক প্রশ্ন ছিলো – ‘আপনার ব্যাটিং গড় কিন্তু ভালোই, ৩৩ এর কাছাকাছি। আপনার স্ট্রাইক রেট ভালো। কিন্তু আমার মনে হয় আপনার গড় ৪০ হওয়া উচিত ছিল। আপনার কি মনে হয় সেই প্রত্যাশার জায়গা থেকে কিছুটা পিছিয়ে গেছেন? অনেকে বলতে পারেন তামিম ইকবালের সাত বছর লেগেছে। কিন্তু সৌম্য সরকারেরও যদি একই সময় লাগে তাহলে তো বাংলাদেশের ক্রিকেট খুব বেশি এগোলো না, আপনি কি বলবেন?’

উত্তরে সৌম্য জানান তিনি ৫০ এর উপর গড় রাখতে চান। ১৯ বিশ্বকাপের আগে তার গড় ছিলো ৩৬ এর মতো তবে সেখানে বড় ইনিংস খেলতে না পারায় সেটা নামতে থাকলেও ৩০-৩৫ এর মধ্যেই গড় ছিলো। তবে তিনি জানান যে, ‘আমি যদি ৪০ গড়ের লক্ষ্য নিয়ে মাঠে নামি তাহলে সেটা হয়তো ৩০ এর ঘরেই থেকে যাবে তাই আমার লক্ষ্যই হবে ৫০ এর ওপর গড় নেওয়া তাহলে আমি ৪০ ইজিলি রাখতে পারবো।’

সৌম্য সরকার ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর থেকে ৫৫ ম্যাচে প্রায় ৩৩ গড়ে করেছেন ১৭২৮ রান। যার মধ্যে ছিলো ২ শতক ও ১১ টি এবং অর্ধশতক।তবে দেখার বিষয় নিজের ব্যাটিং গড় কতটা উপরে তুলতে পারেন তিনি!

বাংলাদেশ সময়ঃ ৯:৩০ এএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »