গাজী আশরাফ হোসেন লিপুর মা আর নেই

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর মা মারা গেছেন। আজ সোমবার বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

গাজী আশরাফ হোসেন লিপুর মা মিনা হোসেন ছিলেন অসুস্থ দীর্ঘদিন ধরে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রিকেটাঙ্গনের অনেকেই।

বুধবার বিকেল ৪ টায় রাজধানীর বসুন্ধরার নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৮৬ বছর। দুই ছেলে ও এক মেয়েকে রেখে গিয়েছেন তিনি। লিপু সবার ছোট।

১৯৮৫ সাল থেকে শুরু করে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিপু। আশির দশকে বাংলাদেশে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে বড় ভূমিকা পালন করেছেন লিপু। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে শুরু করেই কাজ করে গেছেন তিনি। ক্রিকেটকে বিদায় জানালেও এখনো ক্রিকেট সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত আছেন গাজী আশরাফ হোসেন লিপু।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »