ক্রিকেট দুনিয়ায় সহোদরদের দাপট

সাজিদা জেসমিন »

ক্রিকেট বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকা খেলাগুলোর মধ্যে একটি৷ হরহামেশা দেখা যায় ক্রিকেটে বেশ কিছু উল্ল্যেখযোগ্য ঘটনা ঘটেই চলেছে। তার মধ্যে আলোচিত একটি বিষয় সহোদরদের ক্রিকেট। তাদের নিয়েই এই পর্বের অতিথি বিখ্যাত সহোদরযুগল ওয়াহ ভাতৃদয়। সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলোঃ

দুটি সহোদরকে আলাদা করে বলতে গেলে একজনকে বিশেষায়িত করা যায় লাল রুমাল দিয়ে, আরেকজনকে উঁচু করে রাখা কলার দিয়ে। জন্মের তফাৎ মিনিট খানেকের হলেও ব্যাক্তি বিশেষে দুজন ভিন্ন চরিত্রের। একজন স্টাইলিশ দুনিয়ার আইকন আরেকজন কুলেস্ট ক্যাপ্টেন।

জন্ম যেভাবে একই সূত্রে বাঁধা সেভাবে ক্রিকেটেও গেঁথে আছেন একই সুতোয়। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ১৯৯১ সালের ৫ই এপ্রিল দুইভাই একসাথে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন । একই সাথে দুইভাই খেলেছেন ১০৪টি টেস্ট।

মার্কের ৫ বছর পূর্বে স্টিভের ক্রিকেটে অভিষেক ঘটলেও ফর্ম ভালো যাচ্ছিলোনা স্টিভের। টানা ডাক মারার পর যখন অজিরা বিকল্প খোঁজায় ব্যস্ত, তখনি অপর ভাইয়ের ডাক পড়ে ভাইয়ের স্থলাভিষিক্ত হিসেবে। নিয়তি যেন দুজনকে সবসময় একইসাথে জুড়ে রাখতে চেয়েছিলেন। যেকারণে দুই ওয়াহ ব্রাদার এখনো ক্রিকেটবিশ্বে সর্বাধিক আলোচিত জুটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »