কোহলিকে উদ্ধারে স্পেশাল ফোর্স পাঠাতে চায় নাগপুর পুলিশ!

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের কারণে সব প্রায় সব কিছুই এখন স্থবির। মাঠে নেই কোনো ধরণের ক্রিকেট। খেলোয়াড় হতে ভক্ত সবাই অবসর সময় পার করছেন। এই সময়ে ফিটনেস বাদে অনুশীলন করার তেমন কোনো সুযোগ নেই। আর তাই বিনোদনের মাধ্যমে হিসেবে খেলোয়াড়রা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। আগের চাইতে খেলোয়াড়রা বেশি সময় কাটাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ লাইভ করে আড্ডা দিয়ে, কেউ ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে, কেউবা টিকটকে ভিডিও দিয়ে।

এমন পরিস্থিতিতে একই কাজ করছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি আর তার সহ ধর্মীনি বলিউড তারকা আনুস্কা শর্মা। কিছুদিন আগে আনুস্কা কোহলির একটা ভিডিও প্রকাশ করেন যেখানে দেখা যায় ভিরাট ডাইনোসরের মত অঙভঙি* করছে। শব্দও করছেন ডাইনোসরের মত।

এমন ভিডিও প্রকাশে পর পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম গরম হয়ে যায়। যে যেভাবে পারছে মজা নিচ্ছে। এর মাঝে নাগপুর পুলিশও যোগ হয়।

তারা একটি রি-টুইট করে এই ভিডিও পোস্টে। যেখানে তারা আনুস্কাকে জানতে চায় কোহলিকে আটকাতে কোনো স্পেশাল ফোর্স পাঠাবে কিনা টুইটারে তারা লিখে, ‘আমরা কি মাহাফরেস্ট( একটি বনবিভাগ ) ডিপার্টমেন্টকে বলবো একটি উদ্ধারকারী দল পাঠাতে?’

বাংলাদেশ সময়ঃ ৬:৪০ পিএম

নিউজ ক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »