করোনাকে সমীহ করার পরামর্শ আফ্রিদির

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসকে সমীহ করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি সাবেক অলরাউন্ডার এবং শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শহীদ খান আফ্রিদি। গত বেশ কিছুদিন ধরেই করোনা ভাইরাসের সাথে লড়াই করছেন তিনি। এখনও সেভাবে কাবু করতে না পারলেও এটাকে হালকাভাবে নিতে বারণ করেছেন সাবেক এই ডাকাবুকো।

পাকিস্তানে করোনা যুদ্ধের সামনের সারির যোদ্ধা ছিলেন এই ক্রিকেটার। জীবনকে বাজি রেখেই নিজ হাতে খাবার পৌঁছে দিয়েছেন অসহায়দের ঘরে। তবে বেশ কিছুদিন ধরে এই ভাইরাসের আক্রমনে ঘরবন্দী জীবন যাপন করছেন শহীদ আফ্রিদি।

পাকিস্তান ক্রিকেট পাড়ায় শুধু আফ্রিদি নয়, জাতীয় দলের ১০জন ক্রিকেটার আক্রান্ত এই ভাইরাসে। এসময় আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে এই ভাইরাসকে গুরুত্বের সাথে দেখার আহবান জানিয়েছেন সকলকেই৷ নিজের টুইটার একাউন্টে আফ্রিদি বলেন, ‘ফখর(ফখর জামান) ইমরান খান, কাশীফ (কাশিফ ভাট্টি), হাফিজ (মোহাম্মদ হাফিজ), হাসনাইন (মোহাম্মদ হাসনাইন) , রিজওয়ান (মোহাম্মদ রেজওয়ান) এবং ওহাব (ওহাব রিয়াজ) ও মালাংয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া রইলো। ভাল যত্ন নিন। সমস্ত পাকিস্তানের প্রতি আবেদন, ভাইরাসটি গুরুত্ব সহকারে নিন।’

নিউজক্রিকেট/কেএমএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »