করোনাঃ ৩৫ হাজার শিশুকে খাওয়ালেন ফাফ ডু প্লেসিস! প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটাররা

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের মহামারীর সময় অসহায়দের পাশে দাড়াচ্ছেন বিভিন্ন খেলোয়াড়রা। এবার সেই দলে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দক্ষিণ আফ্রিকায় ৩৫ হাজার শিশুকে খাওয়ানোর ব্যবস্থা করেন ডু প্লেসিস এবং তাে স্ত্রী ইমারি ভিসার।

এসময় ডু প্লেসিস এবং তার স্ত্রীর এই মহৎ কাজের প্রশংসা করেন ইংলিশ ক্রিকেটার ডেভিড উইলি। নিজের টুইটারে উইলি বলেন, ‘আমাদের বেশিরভাগই অত্যন্ত ভাগ্যবান এবং কেবলমাত্র “প্রথম বিশ্ব সমস্যার” মুখোমুখি। অন্য অনেকে নেই ডু প্লেসিস এবং তার স্ত্রী (ইমারি ভিসার) নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করার জন্য আশ্চর্যজনক কিছু করছেন।’

এসময় ফাফ ডু প্লেসিসের এই কাজের জন্য সাহায্য করার আবেদনও জানান এই ব্রিটিশ ক্রিকেটার। এছাড়াও ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার মুখেও ঝেড়েছে আফ্রিকার এই সাবেক অধিনায়ককের বন্দনা। রায়না বলেন,’ ফাফ ডু প্লেসিস এবং ইমারি (ডু প্লেসিসের স্ত্রী) দক্ষিণ আফ্রিকার 3500 বাচ্চাদের খাওয়ানোর জন্য যে কাজটি করছে কোভিড – ১৯ এর সময় লড়াই করছে বলে সত্যিই গর্বিত।’

বাংলাদেশ সময়ঃ ৮:০০ এএম

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »