ওয়াইড বলেও ফ্রি হিট?

নিউজ ডেস্ক »

ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত কোনো বোলার নো বল দিয়ে থাকলে সেটির জন্য ফ্রি হিট দেন আম্পায়াররা। ফ্রি হিট বলে রান আউট ছাড়া ব্যাটসম্যানকে কোনো ভাবেই আউট করা যাবেনা। ফ্রি হিট এতদিন শুধু নো বলে ছিলো। কিন্তু এবার ওয়াইডেও ফ্রি হিটের কথা ভাবা হচ্ছে।

অস্ট্রেলিয়ার ফ্র‍্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে এই নিয়মটি চালু করার কথা ভাবছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে বিগ ব্যাশের আগামী মৌসুম থেকে এই নিয়মসহ আরো ৫টি নিয়ম যোগ হতে যাচ্ছে বিগ ব্যাশে।

বিগ ব্যাশে প্রতিটি ওয়াইড বলের জন্য একটি করে ফ্রি হিট পাবেন ব্যাটসম্যানরা। এতে করে খেলার আকর্ষণ আরো বাড়বে। ব্যাটসম্যানরাও সুবিধা পাবেন বেশি। আগামী জুলাইয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ), অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশন (এসিএ) ও আম্পায়ারদের নিকট এই নিয়মগুলোর পক্ষে অনুমোদন চেয়ে যুক্তি প্রধান করবেন বিগ ব্যাশ টুর্নামেন্ট কমিটির প্রধান অ্যালিস্টার ডবসন, সিএ’র ইভেন্ট এক্সিউটিভ এভরার্ড এবং ম্যানেজাররা। এসবের অনুমোদন পেলেই কার্যকর করা হবে বিগ ব্যাশে।

যেসব নিয়ম যোগ করার কথা ভাবছেঃ-

১. প্রতিটা ওয়াইডের জন্য ফ্রি হিট।

২. পাওয়ার প্লের ৬ ওভার ২ ভাগে ভাগ করা হবে। প্রথমে ৪ ওভার । আর বাকি ২ ওভার পরেরন ২৬ ওভারের যেকোনো সময়।

৩. প্রতি ইনিংসের প্রথম ১০ ওভারের পারফরম্যান্সের ওপর থাকবে বোনাস পয়েন্ট।

৪. ইনিংসের প্রথম ১০ ওভার পর সাবস্টিটিউট খেলোয়াড় ব্যাবহার করা যাবে।

৫. বিদেশি খেলোয়াড়দের ড্রাফটের নিয়মে পরিবর্তন

৬.প্রতি পাঁচ ওভার পর বিজ্ঞাপনী এবং খেলোয়াড়দের স্ট্র্যাটেজি ব্রেক দেয়া হবে।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »