ওয়েস্ট ইন্ডিজের জয়ে টুইটারে প্রশংসার ঝড়

নিউজ ডেস্ক »

সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ।৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিতে ক্যারিবিয়রা এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।ক্যারিবিয়ানদের এই দাপুটে জয় প্রশংসা কুড়াচ্ছে সব মহলেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে প্রশংসার ঝড়।

করোনা বাধা পেরিয়ে ১১৭ দিন পরে মাঠে ফিরে ক্রিকেট।ম্যাচের প্রথম দিনের প্রায় পুরোটাই বৃষ্টিতে ভেসে গেলেও ক্যারিবীয়দের অদম্য মানসিকতা এনে দিয়েছে দারুণ জয়। ম্যাচের অন্তিম মুহূর্তে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলের দৃঢ় মানসিকতা মুগ্ধ করেছে সবাইকে। এই জয়ে অধিনায়ক হিসেবে নিজেকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছেন ক্যারিবীয় দলনেতা হোল্ডার।গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড।

অধিনায়ক দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, দলের জয়ে রেখেছেন বড় অবদান। প্রথম ইনিংসে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৬ উইকেট। পুরো ম্যাচ জুড়ে ক্যারিবিয়ানদের শরীরী ভাষা নজর কেরেছে ক্রিকেট ভক্তদের।এই ম্যাচকে ঘিরে দারুণ রোমাঞ্চিত ছিল ক্রিকেট বিশ্ব। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই টুইটারে রথী-মহারথীদের বার্তা জড়ো হতে থাকে। ক্রিকেটের প্রত্যাবর্তনে সমর্থকরাও প্রকাশ করেছেন উচ্ছ্বাস।

ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার টুইট করেছেন, ‘উভয় দলের খেলোয়াড়দের দ্বারা অলরাউন্ড পারফরম্যান্স। জেরমাইন ব্ল্যাকউড উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উইন্ডিজ ক্রিকেটটি আগলে রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। একটি গুরুত্বপূর্ণ জয় যা পুরোপুরি সিরিজটি সেট আপ করেছে।’

স্যার ভিভ রিচার্ডস টুইট করেন, ‘বিরতির পরে প্রথম খেলাটি আমাদের ছেলেদের থেকে কিছু শক্ত পূর্ণ পারফরম্যান্স। এই দলটি এই খেলায় জয়ের দাবি রাখে। অভিনন্দন ছেলেদের।’

এছাড়াও ক্রিকেট বিশ্লেষক, ও অনেক সাবেক ক্রিকেটার ক্যারিবিয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন টুইট এর মাধ্যমে।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »