এবার ক্ষতিগ্রস্তদের বাড়িঘর মেরামত করিয়ে দিলেন পৃথ্বী শ

নিউজ ডেস্ক »

কিছুদিন আগে একে একে ঘূর্ণিঝড় আম্পানে পশ্চিম বাংলা ও ঘূর্ণিঝড় নিসর্গে মহারাষ্ট্রের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক কাঁচা ঘর-বাড়ি উড়ে গেছে ঝড়ো বাতাসে। এবার ঘর-বাড়ি মেরামতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার পৃথ্বী শ। ২০ বছর বয়সী এই তরুঙ ক্রিকেটার গ্রামে এসে লকডাউনে আটকা পড়ে বিপাকে ছিলেন। আছেন ডোকাঈয়াডের রাজনীতিবিদ সঞ্জয় পটনিসের খামার বাড়িতে। এর মধ্যে নিসর্গের হানায় মহারাষ্ট্রে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ক্ষতিগ্রস্থদের ঘরের ছাদ তৈরিতে সাহায্য করছন পৃথ্বী। এছাড়া দিতেছেন আর্থিক সহযোগীতাও।

পৃথ্বীর সাম্প্রতিক সমাজ সেবা নিয়ে সঞ্জয় বলছিলেন, ‘ঘূর্ণিঝড় এখানে বাজে ভাবে আঘাত করেছে। পুরো গ্রামের অবস্থা খারাপ। অনেকের বাড়ির ছাদ ধ্বংস হয়েছে। আমাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথ্বী ও আমার ছেলে গ্রামবাসীর দুর্ভোগ সামনে থেকে দেখে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। গ্রামের মানুষের বাড়ির ছাদ তৈরিতে সে সাহায্য করছে। আর আর্থিক সাহায্য দিয়েছেন। এর অর্থ হলো পৃথ্বী শুধু প্রতিভাবান ক্রিকেটার নয়, পরিণত মানুষও যে সামাজিক দায় দায়িত্ব বোঝে।’

পৃথ্বীর এই দায়িত্ববোধ দেখে খুশি তাঁর বাবা শ সিনিয়র, ‘পৃথ্বী কঠিন পথ পারি দিয়ে সে উঠে এসেছে। দুস্থ মানুষের দুর্দশায় সে সমব্যথী হবে।’

সঞ্জয়ের খামার বাড়িতে নাকি টুকটাক ক্রিকেট অনুশীলন চালিয়ে যাচ্ছেন পৃথ্বী। সঞ্জয়ের ভাষায়, ‘খামার বাড়িতে সিমেন্টের স্ল্যাবে সে ব্যাটিং অনুশীলন করছে। এর সঙ্গে রয়েছে ফিটনেসের কাজ।’

নিষিদ্ধ ড্রাগ সেবন করায় ৮ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ভারত ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ পান।তবে আহামরি পারফরম্যান্স দেখাতে পারেননি। তাই চালিয়ে যাচ্ছেন অনুশীলন, স্বপ্ন একটাই পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া।

করোনায় ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চল হচ্ছে মহারাষ্ট্র। এর মধ্যে ঘূর্ণিঝড়ে ঘর-বাড়ি হারিয়ে সেখানকার মানুষ অনেক কষ্টে জীবন পার করছেন।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »