আরো একবার ব্যাটিং কলাপ্স, লজ্জার পরাজয় বাংলাদেশের

নিউজ ডেস্ক »

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান সংগ্রহ করে সাইফ হাসানের দল। ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

কোয়াটার ফাইনালের পর সেমিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপ অর্ডার। দুই ওপেনারের কেউই ভালো শুরু এনে দিতে পারেননি। পারভেজ হোসেন ইমন ২ ছক্কায় ৩২ বল খেলে রান করেন ২৩। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ১০ বল থেকে করেন মাত্র ৫ রান। আগের ম্যাচে ফিফটি হাঁকানো অধিনায়ক সাইফও ছিলেন ব্যর্থ। ২ বলে ১ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হোন তিনি।

উইকেটে বাংলাদেশি ব্যাটারদের আসা যাওয়ার মিছিল ছিলো চলমান। জাকের আলী অনিকের ২৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসে ৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ৯৭ রানের লক্ষ্যমাত্রাটা ভারতের জন্য ছিলো মামুলি। এক ওপেনার ব্যর্থ হলেও অধিনায়ক গাইকওয়াদ ও তীলক বার্মার ঝড়ো ব্যাটিংয়ে ৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে ভারত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »