আগামী সোমবার থেকে অনুশীলন শুরু করবে জিম্বাবুয়ে

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসকে বুড়ো আংগুল দেখিয়ে ক্রিকেট কার্যক্রম শুরু করে দিয়েছে বিশ্বের অনেক দেশ। টেস্ট সিরিজে অংশ নিতে ইতিহাস রচনা করে ইতোমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। এদিকে আগামী ১৫ জুন (সোমবার) থেকে অনুশীলনে ঘাম ঝড়াবে জিম্বাবুয়ের ক্রিকেটাররা। তবে তার আগে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের করা হবে করোনা টেস্ট।

ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন করবে তারা। এছাড়া একজনের ব্যবহৃত জিনিসপত্র অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এছাড়া অনুশীলনে নামার আগে প্রতিদিন মাপা হবে সকলের শরীরের তাপমাত্রা।

জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, আগামী সোমবার থেকে আমরা অনুশীলনে ফিরছি। ৩৩ জন খেলোয়াড় সহ অনুশীলনে যুক্ত মোট ৪০ জন সদস্যদের করা হবে কোভিড-১৯ টেস্ট।

এছাড়া বোর্ড থেকে আরো জানানো হয়, অনুশীলনে নূন্যতম ঝুকি নেবে তারা। খেলোয়াড়রা এক জায়গায় ঝড়ো হতে পারবেনা।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »