অধিনায়ক হিসেবে গড়ে ওঠার পিছনে ধোনির অবদান বেশিঃ কোহলি

নিউজ ডেস্ক »

অধিনায়ক বিরাট কোহলি হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান মহেন্দ্র সিং ধোনির। সম্প্রতি অশ্বিনের সঙ্গে লাইভ আড্ডর সময়ে এ কথা জানিয়েছেন কোহলি নিজেই। কোহলি আড্ডাই বলেন দলের দায়িত্ব নেওয়ার প্রতি সবসময়ই একটা ঝোঁক ছিল আমার।

কোহলি জানান, ‘শেখার জন্য সবসময়ই অভিজ্ঞ ধোনির সাথে কথা বলতাম আমি। খেলার প্রতি আগ্রহ বেশি থাকায় স্লিপে ফিল্ডিং করতাম তখন অধিনায়ক ধোনিকে আমি ব্যস্ত করে তুলতাম। এর সুফলও অবশ্য পেয়েছি আমি।’

অধিনায়কত্ব নিয়ে কোহলি আরো বলেন, ‘দায়িত্ব নিতে আমার সবসময়ই ভালো লাগে। একটা সময় ব্যাপারটা ছিলো এমন যে আমাকে প্রতি ম্যাচ খেলতে হবে। একাদশে নিয়মিত থাকতে হবে। শুরুর দিকে সব ম্যাচ অবশ্য খেলতে পারিনি আমি। তবে সবসময় এটা করতে চাইতাম যে সবার নজরে যেনো সবসময় থাকি আমি।’

টেস্ট ক্রিকেটের অধিনায়কত্বে ধোনিকে আগেই ছাড়িয়ে গেছেন কোহলি। তবে ওয়ানডে ফরমেটে এখনো সবার উপরেই আছেন ধোনি। আর টি-২০ ফরমেটেও ধোনির থেকে এগিয়ে রয়েছেন কোহলি।

বাংলাদেশ সময়ঃ ৯:২৫ পিএম

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »