নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেট’কে বিদায় বলছেন লাসিথ মালিঙ্গা্। আসন্ন ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেই এই ফরম্যাট থেকে অবসর নিতে যাচ্ছেন লঙ্কান এই তারকা পেসার।
চলতি মাসের আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সিরিজের সবগুলো ম্যাচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লঙ্কান নির্বাচকরা মালিঙ্গাকে পুরো সিরিজেই খেলার আহবান জানালেও তিনি শুধু প্রথম ম্যাচটি খেলার কথা জানিয়েছেন।
লাসিথ মালিঙ্গার মতে, আগামী বিশ্বকাপে তরুণদের সুযোগ তৈরি করে দিতে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার এটাই সঠিক সময়। তবে ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যেতে ইচ্ছুক ৩৬ বছর বয়সি এই পেসার।
এদিকে ওয়ানডে ক্রিকেটে ২১৯ ইনিংসে ৩৩৫টি উইকেট নিয়ে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি লাসিথ মালিঙ্গা। সদ্য শেষ হওয়া আইসিসি বিশ্বকাপেও ১৩টি উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার ছিলেন তিনি।
এই বয়সেও এমন পার্ফম্যান্সে জানান দিচ্ছিলো আরো কয়েক বছর তিনি এই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। কিন্তু সেটা আর হচ্ছেনা। আগামী ২৬ জুলাই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতি টানবেন লঙ্কান এই কিংবদন্তি।