https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপের আসর শেষ করেছে আফগানিস্তান। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে প্রভাব যে আগে থেকেই ছিল!
বিশ্বকাপে আফগানিস্তানের দল ঘোষণার আগেই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয় আজগর আফগানকে। নতুন করে অধিনায়কের দায়িত্ব অর্পণ করা হয় গুলবদিন নাইবের কাছে। তখনই এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন দলের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ নবী কিংবা রশিদ খানের মত ক্রিকেটাররা।
এখানেই শেষ নয় বিশ্বকাপ চলাকালে দলটির কোচও এক টুইটার বার্তায় গোমর ফাঁস করে দেয়ার হুমকি দেন। তবে সব বিতর্ক ছাপিয়ে বিস্বকাপ শেষে আফগান অধিনায়ক গুলবদিন নাইব এবার আফগানিস্তান দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে দিলেন চাঞ্চল্যকর তথ্য!
সম্প্রতি একতি সাক্ষাৎকারে নাইব জানান দলের সিনিয়র ক্রিকেটাররা ইচ্ছে করেই খারাপ খেলেছেন বিশ্বকাপের আসরে! তার ভাষ্য, ‘আমাদের দলটা সিনিয়র ক্রিকেটারদের উপর নির্ভরশীল। তবে তারা জেনেশুনেই ভালো খেলছিল না! আমার কথায় তারা কোনো পাত্তা দিত না। বল করার জন্য বললেও তারা আমার দিকে তাকাতো না পর্যন্ত! হেরে গেলে তারা কখনোই ব্যথিত হত না, বরং ড্রেসিং রুমে গিয়ে হাসাহাসি করতো।’