নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি তাদের ২০১৯-২০ মৌসুমে দায়িত্ব পালন করার জন্য এলিট প্যানেলে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে। আম্পায়ারদের এলিট প্যানেলে দুইজনের পরিবর্তন এলেও ম্যাচ রেফারির প্যানেলে কোনো পরিবর্তন আসে নি।
এই নতুন তালিকা প্রকাশ করেছেন যারা তারা হলেন: আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস, ম্যাচ রেফারি ডেভিড বুন ও রঞ্জন মধুগলে এবং সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর। তাদের তৈরিকৃত তালিকা থেকে বাদ পড়েছেন দুইজন। যদিও একজন আম্পায়ারিং থেকে অবসর নিয়েছেন সে হলেন ইয়ান গোল্ড। তবে বাজে আম্পায়ারিং এর কারণে এই প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতের সুন্দরম রবি। এই দুইজনের পরিবর্তে নতুন আরো দুইজন আম্পায়ার এই প্যানেলে যুক্ত হয়েছেন তারা হলেন: ইংল্যান্ডের গ্রাহাম গুচ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।
নতুন যুক্ত হওয়া আম্পায়ারদের অভিজ্ঞতার ঝুলিটা বড়। এদের মধ্যে গ্রাহাম গুচ ৯টি টেষ্ট, ৫৯টি ওয়ানডে ম্যাচ ও ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। তবে ক্যারিবিয়ান জোয়েল উইলসনের অভিজ্ঞতার ঝুলিটা গুচের থেকেও বড়। সে ১৩টি টেষ্ট, ৬৩টি ওয়ানডে ও ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।
আইসিসির এলিট প্যানেলে মোট ১২ জন আম্পায়ার রয়েছেন তারা হলেন:
আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমাস, ক্রিস গ্যাফারনি, নাইজেল লং, রিচার্ড ইলিংওর্থ, ব্রুস অক্সেনফোর্ড, রিচার্ড ক্যাটেলবোরফ, পর রাইফেল, রড টাকার, গ্রাহাম গুচ ও জোয়েল উইলসন। আম্পায়ারদের এলিট প্যানেলে সবচেয়ে বেশি ম্যাচ আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে আলিম দারের।
আইসিসির ম্যাচ রেফারির এলিট প্যানেলে রয়েছেন ৭ জন ম্যাচ রেফারি তারা হলেন:
ডেভিড বুন, জাভাগাল শ্রীনাথ, ক্রিস ব্রড, রিচি রিচার্ডসন, রঞ্জন মধুগলে, অ্যান্ডি পাইক্রফট, জেফ ক্রাই। ম্যাচ রেফারিদের এই প্যানেলে সবচেয়ে বেশি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে রঞ্জন মধুগলের।