নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় জাপানের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জাপানকে ৯ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। এ জয়ে অনূর্ধ্ব -১৯ এশিয়া কাপের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে বাংলাদেশ।
দুবাইয়ের আইসিসি একাডেমির দুই নম্বর মাঠে টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ইমন-মৃধা-রাব্বিদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি জাপানের ব্যাটাররা। ৪৭ দশমিক ১ ওভারে ৯৯ রানে অলআউট হয় জাপান। নিহার সর্বোচ্চ ১৮ রান করেন। বাংলাদেশের আরিফুল ও মাহফুজুল ২টি করে এবং ইমন, মৃধা, বর্ষণ, জীবন ও রিজওয়ান সবাই ১টি উইকেট নেন।
১০০ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে আশিকুর রহমানের ফিফটিতে ১১ দশমিক ২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় টাইগার যুবারা। আশিকুর ৪৫ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। জিসান ১৬ বলে ২৯ রান করে আউট হন।
নিউজক্রিকেট২৪/আরএ