ক্রীড়া প্রতিবেদক »
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশে লক্ষ্য ছিল ভালো কিছু করা। এই ভালো কিছুর অর্থ চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে টাইগাররা। এমন পরিস্থিতিতে এশিয় কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রবিবার (০৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল।
শনিবার (০২ সেপ্টেম্বর) মাঠের নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানিয়েছেন এখন ফাইনাল নয় সুপার ফোরে ওঠাই প্রধান লক্ষ্য।
হাথুরুসিংহে বলেন, ‘ফাইনাল নিয়ে ভাবার আগে আমাদের দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা জানি এ ম্যাচ অবশ্যই জিততে হবে। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি শেষ ম্যাচে। নিজেদের ঠিকভাবে প্রতিনিধিত্বও করতে পারিনি। তবে আমরা আত্মবিশ্বাসী যে আমাদের সেরা খেলা আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে নিয়ে আসতে পারবো।’
টাইগারদের লঙ্কান কোচ মনে করেন আফগানদরে বোলিং বিভাগ বিশ্বের অন্যতম সেরা। তাদের চ্যালেঞ্জটা নিতে হবে। হেডকোচ বলেন, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক পৃথিবীর অন্যতম সেরা। অবশ্যই এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলেছি। ব্যাটাররা সাফল্য পেয়েছে কিছু। এটা নির্ভর করছে ওই দিনে আপনি কী পারফর্ম করছেন। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ নিতে হবে আমাদের।’
তিনি আরও বলেন, ‘তাদের অন্যতম সেরা বোলিং অ্যাটাক আছে, বিশেষত সীমিত পরিসরের ক্রিকেটার। তাদের দুজন বিশ্বমানের পেসার আছে, কয়েকজন ভালো পেসারের সঙ্গে। আমরা তাদের থ্রেট কেমন হবে সেটা ভালোই জানি, কারণ টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডেও খেলেছি তাদের বিপক্ষে।’
আরাএ/নিউজক্রিকেট২৪