১০ উইকেটের প্রথম জয় বাংলাদেশের

মো: সোহেল রানা »

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। এতে সিরিজটাও নিজেদের করেছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো ১০ উইকেটে জয় পেল বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।

বাংলাদেশের বোলারদের আগুনে পুড়ে ছাড়খার আইরিশ ব্যাটাররা! এতে ২৮.১ ওভারে ১০১ রানেই গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.১ ওভারেই জয় নিশ্চিত করে টাইগাররা।

বাংলাদেশের হয়ে দুই ওপেনার তামিম ও লিটন দারুণ খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। লিটন ৩৮ বলে ১০ চারে ৫০ রান এবং তামিম ৪১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের পেসার হাসান মাহমুদের তোপের মুখে পড়ে আইরিশরা। ২৬ রানেই ৪টি উইকেট হারায় দলটি। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন কার্টিস ক্যাম্পার। ৪৮ বলে ৪ চারে সাজান নিজের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ বলে ২৮ রান করেছেন লর্কান টাকার। এছাড়া দলের আর কেহ দুই অঙ্কের রান করতে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ খেলে একাই ৫ উইকেট শিকার করেছেন হাসান। এছাড়া তাসকিন আহমেদ ৩টি ও ইবাদত নিয়েছেন ২ উইকেট।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »