বিপিএলে হ্যাট্রিকের আদ্যোপান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিপিএলে হ্যাট্রিকের আদ্যোপান্ত

টি-টোয়েন্টি মানেই যেন ধুম ধারাক্কা চার-ছক্কার ফুলঝুড়ি। টি-২০ তে ব্যাটসম্যানরা যেমন ধুম ধারাক্কা চার-ছক্কার ফুলঝুড়ি ছড়াতে ব্যস্ত, ঠিক তেমনি বোলারাও ব্যাটারদের সেই চার-ছক্কার ফুলঝুড়ি ঠেকাতে তৎপর। বোলাররা ব্যাটারদের ঠেকাতে গিয়ে অনেক সময় নিজেদের পারদর্শীতা ও যোগ্যতাবলে এমনসব কীর্তি গড়ে তোলে, যা ইতিহাসে স্বরণীয় হয়ে থাকে। তন্মধ্যে হ্যাটট্রিক অন্যতম। বাংলাদেশ প্রিমিয়ার লীগেও ঘটেছে হ্যাটট্রিকের মতো নানা মহাকীর্তি, এসব মহাকীর্তির রুপকারদের নিয়েই এবারের আয়োজন। বিপিএলের ৮ম আসরে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরী, এ নিয়ে বিপিএলে হ্যাটট্রিকের সংখ্যা ৬টি।

মোহাম্মদ সামি: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ প্রথম হ্যাটট্রিকের সূত্রপাত হয়েছে পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির হাতে ধরে। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর হয়ে তিনি এ হ্যাটট্রিক করেন। শেষ ওভারে ৬ বলে ২১ রানের প্রয়োজনে ব্যাট করছেন ইমরান নাজির এবং ড্যারেন স্টিভেন্স। ২০তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে স্টিভেন্স, আফতাব আহম্মেদ, রানা নাভেদকে বোল্ড আউট করে এ কীর্তি অর্জন করেন।

আল-আমিন হোসেনঃ তিনি বিপিএলে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিককারী। ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে এ হ্যাটট্রিক করেন তিনি।চতুর্থ ওভারের দ্বিতীয় বলে উইকেট কিপারের কাছে সহজ ক্যাচ দিয়ে বিদান নেন রবি বোপারা। তৃতীয় ও চতুর্থ বলে সোহান এবং মুশফিকুর রহিমকে বোল্ড করে এ হ্যাট্রিক করেন ঝিনাইদাহের এ বোলার।

আলিস আল ইসলামঃ ২০১৯ সালে বিপিএলের ষষ্ঠ আসরে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা আলিস আল ইসলাম। মোহাম্মদ মিথুন, মাশরাফি মতুর্জা ও ফরহাদ রেজাকে পর পর তিন বলে সাজঘরে ফিরে এ কৃতিত্ব অর্জন করেন। তিনি মূলত ঢাকা ডাইনামাইটস দলের নেট বোলার ছিলেন।

ওয়াহাব রিয়াজঃ ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে পাকিস্তানি বাহাতি পেসার ওয়াহাব রিয়াজ হ্যাটট্রিকের এক অন্যন্য কীর্তি অর্জন করে। ১৯তম ওভারের তৃতীয় বলে হ্যাটট্রিকের ডেভিড ভিসা লং অনে সাইফুদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফিরানোর মাধ্যমে সূচনা হয়। এরপরের বলে তাইজুল ইসলাম বোল্ড এবং সাদ্দাম হোসেন ক্যাচে আউট হয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

আন্দ্রে রাসেলঃ ২০১৯ সালের সর্বশেষ হ্যাটট্রিকটি করেন ক্যারিবীয় টি-২০’র পোষ্টার বয়। ঢাকা ডাইনামাইটসের এ অলরাউন্ডার চিটাগাং ভাইকিংসের মুশফিকুর রহিম, ক্যামিরুল ডেলপোর্ট, দাসুন শানাকাকে প্যাভিলিয়নের পথে হাটিয়ে বিপিএলের ৫ম হ্যাটট্রিক করার স্বাদ গ্রহণ করেন।

মৃত্যুঞ্জয় চৌধুরীঃ বিপিএলের ৮ম আসরে বিপিএলের ইতিহাসে ষষ্ট এবং বাংলাদেশী হিসেবে তৃতীয় হ্যাটট্রিকের কীর্তি গড়ে রাতারাতি বনে গেছে যুব বিশ্বকাপজয়ী চ্যাম্পিয়ন দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। গত শনিবার সিলেট সানরাইর্জাসের বিপক্ষে চট্রগাম চ্যালেঞ্জার্সের হয়ে সাগরিকায় হ্যাটট্রিক করেন ২০ বছর বয়সী এ বাহাতি পেসার। ম্যাচের ১৮তম ওভারে প্রথম দুই বলে ছক্কা ও চার হজম করার পর তৃতীয় বলে ক্যাচ দিয়ে বিদায় নেন এনামুল বিজয়। চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে আফিফের হাতে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাটেন মোসাদ্দেক। পঞ্চম বলে রবি বোপারাকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। রেকর্ড করার পাশাপাশি নিজের হাতে উঠেছেন ম্যাচ সেরার পুরস্কারও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »