fbpx

নিজের খেলায় খুশি নন ওপেনার নাইম শেখ

ডেস্ক রিপোর্ট »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গতকাল (বৃহস্পতিবার) মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম। ম্যাচে চট্টগ্রাম বোলারদের তান্ডবে মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায় মুশফিকের দল ঢাকা।

নাইম, আকবর আলী এবং মুক্তার ছাড়া কেউই দুই অঙ্কের রানের কোটায় পৌছাতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৪০ রান আসে মোহাম্মদ নাইমের ব্যাট থেকে।

দলে যখন একের পর এক উইকেটের পতন ঘটছিল তখন এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুভার কাঁধে তুলে নেন নাইম। দলীয় ৬৬ রানের সময় নাইম বিদায় নেই এরপর ঢাকার ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। দলের হয়ে সর্বোচ্চ ইনিংসটা আসে তাঁর ব্যাট থেকেই।

কিন্তু এতে কোনোভাবেই সন্তুষ্ট নন নাইম। আরও ভালো এবং আরও বড় ইনিংস খেলতে আত্মপ্রত্যয়ী তিনি। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে তিনি বলেন,”২৩ বলে ৪০ রান করছি ওইটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এখান থেকে বড় খেলা উচিত ছিল। ওইটা খেলতে পারি নাই। খারাপ লাগতেছে যে আমি খেলতে পারলে হয়তো সিনারি অন্যরকম হইতে পারতো। ১৭০ স্কোর হলে এই উইকেটের জন্য যথেষ্ট ভালো ছিল।”

পরপর দুই ম্যাচে হার, দুই ম্যাচেই ব্যর্থ সিনিয়র ব্যাটসম্যানরা। তবে আগামী ম্যাচ থেকে জয়ের ধারায় ফিরতে আশাবাদী নাইম। একই সঙ্গে তিনি আশা করছেন সিনিয়ররা ব্যাট হাতে প্রত্যাবর্তন করবেন।

 

এ প্রসঙ্গে ডানহাতি এই টপ অর্ডার বলেন,”দুইটা ম্যাচ খারাপ হয়েছে। এটা কোনো ব্যাপার না। নেক্সট ম্যাচে সব সিনিয়ররা কামব্যাক করবে।”

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »