সাকিব শাওন : »
নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ এক বছর পরে মুক্ত বাংলার ক্রিকেটের সবথেকে বড় তারকা সাকিব আল হাসান। মুক্ত থাকলেও সাকিব বর্তমানে অবস্থান করছেন এমেরিকাতে তবে এবার দেশে ফিরতে যাচ্ছেন তিনি। এতদিন দুই মেয়ে সাথে স্ত্রী এবং পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি।
মাস দুয়েক আগে যখন দেশে এসেছিলেন সাকিব তখন চিত্রটা একটু ভিন্ন ছিল তাই এবার সাকিবের ফেরাটা একটু অন্যরকম হতে যাচ্ছে। এরমধ্যে তিনি দেশে ফেরার টিকেট নিশ্চিত করেছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে।
দিনকয়েক আগেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়ে গিয়েছেন সাকিব। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে ঢাকায় পা রাখবেন তিনি। তার সাথে দেশের ফিরবেন মা শিরিন আক্তারও। তবে দ্বিতীয় সন্তানের বয়স খুব কম হওয়ায় এখনই দীর্ঘ ঝুঁকি নিয়ে এখনই দেশে ফিরছে না সাকিবের পুরো পরিবার।
জাতীয় দলের ব্যস্ততা না থাকায় সাকিব মাঠে ফিরবেন ঘরোয়া ক্রিকেট দিয়েই। পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি দিয়েই সাকিব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন। কর্পোরেট লিগে তাকে রেখেই স্কোয়াড গঠন করছেন নির্বাচকরা।
এর আগে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে গত সেপ্টেম্বরে দেশে ফিরে আসেন সাকিব তারপর বিকেএসপিএতে প্রায় এক মাস কঠোর অনুশীলন করেছিলেন তিনি। তবে সফরটি স্থগিত হওয়ায় আবার ১ অক্টোবর যুক্তরাষ্ট্রে ফিরে গিয়েছিলেন এই অলরাউন্ডার।
সাকিবকে ফিরে পেতে এক প্রকার মুখিয়ে আছেন তার সতীর্থরাও। তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়ে সতীর্থরা বুঝিয়ে দিয়েছেন তারাও এই দিনটির প্রতীক্ষায় ছিলেন।