সাউদি-বোল্টের অনন্য রেকর্ড

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে অনন্য মাইলফলক অর্জন করেছেন নিউজিল্যান্ডের দুই বোলার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। টেস্ট ক্রিকেটে ট্রেন্ট বোল্ট স্পর্শ করেছেন ২৫০ উইকেটের মাইলফলক। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে টিম সাউদি ছুঁয়েছেন ৫০০ উইকেটের অনন্য মাইলফলক।

লঙ্কানদের বিপক্ষে এই ম্যচে মাঠে নামার আগে সাদা পোশাকে বোল্টের উইকেটসংখ্যা ছিল ২৪৯টি। শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল পেরেরাকে ফিরিয়ে দিয়ে এই ক্লাবে প্রবেশ করেন তিনি। কিউই জার্সিতে তৃতীয় বোলার হিসেবে এই ক্লাবে প্রবেশ করেছেন বোল্ট। তার সামনে রয়েছেন স্যার রিচার্ড হেডলি (৪৩১ উইকেট) এবং ড্যানিয়েল ভেট্টোরি ( ৩৬১ উইকেট)।

অন্যদিকে এই টেস্টের আগে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে টিম সাউদির উইকেটসংখ্যা ছিল ৪৯৮টি। নিরোশান ডিকওয়েলা ও দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে দিয়ে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন সাউদি। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাদিক উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে রয়েছেন সাউদি। তার সামনে রয়েছে ড্যানিয়েল ভেট্টোরি (৬৯৬ উইকেট) এবং স্যার রিচার্ড হেডলি (৫৮৯ উইকেট)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »