https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই শ্রীলঙ্কা টেস্ট খেলতে যাচ্ছে এমন গুঞ্জন উঠেছিল। ধরনা করা হচ্ছিল লঙ্কানরা টেস্ট খেলতেই যাচ্ছে পাকিস্তানের মাটিতে তবে সেটা আর হচ্ছে না।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। দশ বছর আগে এই লঙ্কান দলের টিম বাসেই ঘটেছিল হামলার ঘটনা। এরপর থেকে কিছু সিরিজ আয়োজন করলেও পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট এখনও ফিরেনি দেশটিতে। ঘরোয়া ক্রিকেটের আসর কিছুটা আয়োজন করলেও অনেক ক্রিকেটারই সেখানে গিয়ে খেলতে জানিয়েছেন অস্বীকৃতি।
এদিকে শীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজনের যে কথা ছিল সেটি আর করা হচ্ছে না পাকিস্তানের। এর বদলে তিন ম্যাচের ওয়ানদে সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়া হবে শ্রীলঙ্কার পক্ষ থেকে।
শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রীর বরাত দিয়ে জানানো হয়, ‘পাকিস্তানের মাটিতে শীলঙ্কা টেস্ট খেলবে না। সেখানে আমরা তিনটি ওয়ানডে খেলার পরিকল্পনা করছি।’
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে এই ব্যাপারে আলোচনা চলছে।