https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আবারও ভারতীয় ক্রিকেটারদের হত্যার হুমকি দেয়া হয়েছে। ভারতের আসাম রাজ্যের ১৯ বছর বয়সী এক তরুণ এই হত্যার হুমকি দেন!
কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অজ্ঞাতনামা মেইলের মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হত্যা করার হুমকি দেয়া হয়। টিম ইন্ডিয়া বর্তমানে উইন্ডিজ সফরে থাকায় ভারতীয় রাষ্ট্রদূতের মাধ্যমে তখন নিরাপত্তা বৃদ্ধি করা হয় সেখানে।
এবার আবারও নতুন করে হত্যার হুমকি দেয়া হয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের। হুমকিদাতা ভারতের আসাম রাজ্যের এক তরুণ। অজ্ঞাতনামা থেকে এই হুমকি পায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সাথে সাথে তারা মহারাষ্ট্রের এন্টি টেরোরিজম স্কোয়াডকে বিষয়টি অবগত করলে উন্নত প্রযুক্তির মাধ্যমে খুঁজে বের করা হয় ওই যুবককে।
হুমকি দেয়া মোহন দাস নামের এই যুবককে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ভারতীয় পেনাল কোড ৫০৬ এর ২ এবং ৫০৯ এর ধারায় মামলাও করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে এই তরুণ শুধু ভারত দলকেই নয় বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডকেও ইতিপূর্বে হত্যার হুমকি দিয়েছে।