কানাডায় গেইল তান্ডব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কানাডায় এই মুহূর্তে চলছে গ্লোবাল টি-টোয়েন্টি লীগ। এখানে অংশ নিচ্ছে ৬টি দল। এই লীগটিতে অংশ নিচ্ছে বিশ্বের নামীদামী সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এই লীগে অংশ নিচ্ছে ইউনিভার্স বস ক্যারিবীয় ব্যাটিং দানব‌ ক্রিস গেইল। তিনি ভ্যাংকুভার নাইটসের হয়ে খেলছেন এবং দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।

প্রথম দুইটি ম্যাচ গেইল কিছু করতে না পারলেও তৃতীয় ম্যাচে ঠিক জ্বলে উঠেছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। এ ম্যাচে সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। এই ম্যাচে গেইল ৫৪‌ বলে ১২২ রান করেছেন এবং ৭টি চার ও ১২টি ছক্কা মেরেছেন, স্ট্রাইক রেট ছিলো: ২২৫.৯৩। তিনি এই ম্যাচে অপরাজিত থেকেছেন। এই টি-টোয়েন্টি লীগটি আইসিসির স্বীকৃত না থাকায় গেইলের এ সেঞ্চুরি তার সেঞ্চুরি করার তালিকায় যুক্ত হয়নি।

৬ দলের এই টূর্ণামেন্টে গেইলের ভ্যাঙ্কুভার নাইটস ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে ‌রয়েছে। এই গ্লোবাল টি-টোয়েন্টি লীগ শেষ হবে ১১ই আগষ্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »