নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু হয়ে এ মাসের প্রথম দিকে অ্যাশেজ সিরিজে অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম টেস্টের মধ্যে দিয়ে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত প্রথম টেস্টে উইন্ডিজের বিপক্ষে। প্রথম টেস্টের প্রথম দিনে উইন্ডিজের পেসে বিধ্বস্ত হয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিন উইন্ডিজদের বিপক্ষে ভারতের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২০৩ রান।
দিনের শুরু থেকেই ভারতকে চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ডাবল ফিগারে পৌঁছানোর আগে ৭ রানের মধ্যে দুইটি উইকেট হারিয়ে বসে ভারতে। তারপর অধিনায়ক বিরাট কোহলি ক্রিজে এলেও তিনি স্থায়ী হতে পারে নি। দলীয় ২৫ রানে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরত যান কোহলি। এরপর ৬৮ রানের জুটি গড়ে লোকেশ রাহুল ওঃ অজিঙ্কা রাহানে। লোকেশ রাহুল ৪৪ রান করে বিলিয়ন নিলেও এক প্রান্ত আগলে রাখেন অজিঙ্কা রাহানে। ব্যক্তিগত ৮১ রান করে বিদায় নেন রাহানে। আর বোলিংয়ে সবচেয়ে ভালো বোলিং করেন কেয়ার রোচ ৩টি উইকেট। আর শ্যানোন গ্যাব্রিয়েল নেন ২টি উইকেট, আর একটি উইকেট নেন রোস্টেড চেস। শেষ অবধি ৬ উইকেটের বিনিময়ে ২০৩ রান করে দিন শেষ করে ভারত।
দিন শেষে রিশাভ প্রান্ত ও রবীন্দ্র জাদেজা অপরাজিত থেকে শেষ করেছেন। ৬৯ তম ওভারে এসে বৃষ্টি নামলে আর মাঠে গড়ায়নি। পুরো দিনটাই ব্যাটিং ব্যর্থতার মধ্যে কাটিয়েছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ( ১ম ইনিংস ):
২০৩/৬, ৬৮.৫ ওভারে
অজিঙ্কা রাহানে: ৮১ ( ১৬৩ )
লোকেশ রাহুল: ৪৪ ( ৯৭ )
হানুমা বিহারী: ৩২ ( ৫৬ )
রিশাভ প্রান্ত: ২০ ( ৪১ )
কেয়ার রোচ: ৩/৩৪
শ্যানন গ্যাব্রিয়েল: ২/৪৯
রোস্টন চেস: ১/৪২