ইতিহাসের অংশ হবেন ররি বার্নস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলছে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। এই প্রথম টেস্টের ৫ম দিন আজ। আজ বিরল এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ইংলিশ ওপেনার ররি বার্নস। আজ ব্যাট হাতে মাঠে নামলেই ইতিহাসের অংশ হয়ে যাবেন এই ইংলিশ ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে টানা ৫ দিন ব্যাট করার রেকর্ডে নাম লেখাবেন ররি বার্নস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দশম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়তে যাচ্ছেন ররি বার্নস।

অ্যাশেজের প্রথম টেস্টে বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ব্যাটিং করতে নেমেছিলো অজিরা। প্রথমদিনে অজিরা ২৮৪ রানে অলআউট হয়ে যায়। প্রথম দিনের শেষ দুই ওভারে ব্যাটিং করেন ইংলিশ ওপেনার জেসন রয় ও ররি বার্নস। এরপর দ্বিতীয় দিন পুরো দিন ব্যাটিং করেন। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় তৃতীয় দিনের প্রথম ইনিংসে। সেদিনও ব্যাটিং করেন ররি বার্নস। গতকাল চতুর্থ দিনে শেষ ভিড়ে ব্যাটিংয়ে নামেন ররি বার্নস ও জেসন রয়। আর আজ মাঠে নামলেই টানা ৫দিন ব্যাট হাতে মাঠে নামার রেকর্ড গড়েন ররি বার্নস।

ক্রিকেট বিশ্ব এই রেকর্ড দেখে ১৯৬০ সালে জয়সিমহা করেছিলেন। এর আগে সর্বশেষ ২০১৭ সালে সর্বশেষ ভারতের চেতেশ্বর পূজারা এই রেকর্ড গড়েন।

পাঁচদিন ব্যাট করা ইতিহাসের দশ ব্যাটসম্যান:

১. জয়সিমহা- ১৯৬০ সাল
২. বয়কট- ১৯৭৭ সাল
৩. হিউজ- ১৯৮০ সাল
৪. লাম্ব- ১৯৮৪ সাল
৫. রবি শাস্ত্রী- ১৯৮৪ সাল
৬. গ্রিফিথ- ১৯৯৯ সাল
৭. ফ্রিনটফ- ২০০৬ সাল
৮. পিটারসন- ২০১২ সাল
৯. চেতেশ্বর পূজারা- ২০১৭ সাল
১০. ররি বার্নস- ২০১৯ সাল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »