https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
অ্যাশেজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজের প্রথম ম্যাচে বড় ব্যবধানের জয়ে এগিয়ে গেল অজিরা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দেয়া ৩৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের শেষ দিনে শুরুতেই রোরি বার্নসের উইকেট হারায় ইংলিশরা। জো রুট ও জেসন রয় মিলে জুটি গড়েন ৪১ রানের। তবে ব্যক্তিগত ২৮ রানে রয় ফিরে গেলে ধারাবাহিক বিরতিতে উইকেট বিলাতে থাকেন ইংলিশ ব্যাটসম্যানরা। দলের ৬ ব্যাটসম্যান নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিতে না পারার সাথে ফিফটিও হাঁকাতে পারেননি কোনো ব্যাটসম্যান। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান আসে ক্রিস ওকসের ব্যাট থেকে। শেষ পর্যন্ত নাথান লায়ন ও প্যাট কামিন্সের বোলিং তোপে পড়ে মাত্র ১৪৬ রানেই অলআউট হয় ইংল্যান্ড। ফলে অজিরা ম্যাচতি জিতে নেয় ২৫১ রানের বিশাল ব্যবধানে। ম্যাচ সেরা হয়েছেন স্টিভেন স্মিথ।
এর আগে দ্বিতীয় ইনিংসে স্টিভেন স্মিথের ১৪২ রানের ঝলমলে ইনিংসের উপর ভর করে ম্যাচের চতুর্থ দিন ৩৯৮রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া।