https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
চলমান অ্যাশেজের তৃতীয় টেস্টে হেডেংলিতে আর্চারের বোলিং তোপে পড়ে প্রথম দিনেই মাত্র ১৭৯ রানে অলআউট হয়েছে অজিরা।
শুরুতে ব্যাট করতে নামা অজি ওপেনার মার্কাস হ্যারিস দলীয় ১২ রানে আর্চারের বলে বিদায় নেন ব্যক্তিগত ৮ রান করে। সুবিধা করতে পারেননি উসমান খাজাও। তবে দলের হাল ধরেন গত ম্যাচে স্মিথের বদলে নামা ব্যাটসম্যান মার্নাস লাবুশানে। ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে গড়েন ১১১ রানের জুটি। দলীয় ১৩৬ রানে ব্যক্তিগত ৬১ রানে ওয়ার্নারকেও সাজঘরে ফেরত পাঠান আর্চার। ছন্দপতনের শুরুটাই মূলত হয় এখান থেকে। দলীয় ১৩৮ রানে ব্যক্তিগত ৭৪ রানে লাবুশানে বিদায় নিলে আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি। দলের ৮ ব্যাটসম্যান তাদের রান দুই অঙ্কের ঘরেই নিয়ে যেতে হন ব্যর্থ। প্রথম দিন শেষে তাই অজিরা সব কয়টি উইকেট হারিয়ে তুলেছেন মাত্র ১৭৯ রান।
বল হাতে জোফরা আর্চার ৬টি, স্ট্রুয়াট ব্রড ২টি এবং ক্রিস ওকস ও বেন স্টোকস নেন ১টি করে উইকেট।