শোয়েব আক্তার »
একটি নির্দিষ্ট ভেন্যুতে এক হাজারের অধিক টেস্ট রান করার কৃর্তি গড়েছেন বাংলাদেশ দলে মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে মিরপুর টেস্টে শের-ই বাংলা স্টেডিয়ামে এক হাজার রান করার রেকর্ড গড়েন তিনি।
মিরপুরে এক হাজার টেস্ট রান থেকে ২২ রান দূরে ছিলেন তিনি। তৃতীয় দিনের প্রথম সেশনে আগের দিনের অপরাজিত ৩২ রান নিয়ে ব্যাটিং শুরু করার পর দ্রুতই রেকর্ডটি নিজের করে নেন এই ডানহাতি ব্যাটসম্যান। এখন পর্যন্ত ১০৩৫ রান সংগ্রহ করেছেন। যার মধ্যে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি রয়েছে। ক্যারিয়ার সেরা ২১৯ রানের ইনিংসটি ও এই ভেন্যুতেই।
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই রেকর্ড করেন দেশের ক্রিকেটের পোস্টর বয় খ্যাত সাকিব আল হাসান। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ১৩১৩ রান করার কৃর্তি রয়েছে তাঁর। এই রান করতে গিয়ে ১টি সেঞ্চুরি ও ৯ টি হাফ-সেঞ্চুরি ও করেছেন তিনি। এছাড়া একই ভেন্যুতে এক হাজারের অধিক রান করার রেকর্ড রয়েছে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের। মিরপুরে ২টি সেঞ্চুরি ও ৮ টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ১১৬৬ রান করেন তিনি। এছাড়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১০৫৬ রান করেছেন বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। চট্টগ্রামে ৩টি শতক ও ৪ টি অর্ধ শতরানের ইনিংস ও করেছেন তিনি।
একটি নির্দিষ্ট মাঠে সবচেয়ে বেশি টেস্ট রান করার প্রথম দুটি রেকর্ড শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধানের। কলম্বোর সিনহালস স্পোর্টস ক্লাব মাঠে ২৯২১ রান ও গল ইন্টার ন্যাশনাল স্টেডিয়ামে ২৩৮২ রান করেছেন তিনি। তৃতীয় স্থানে আছেন আরেক লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। কলম্বোতে তিনি ২৩১২ রান সংগ্রহ করেছেন।