নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৭ জুন থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মাঠে গড়াবে। যা ১১ জুন পর্যন্ত লন্ডনের ওভালে ফাইনাল চলবে। ফাইনালের রিজার্ভ ডে রাখা হয়েছে ১২ জুন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। সেই আসরে এই প্রতিযোগিতার ফাইনালে খেলেছিল ভারত এবং নিউজিল্যান্ড।
এবারের ফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। যেখানে মোট ম্যাচের ৭৫.৫৬ শতাংশ জয় পেয়েছে দলটি। তালিকা দুই নম্বরে জায়গা ধরে রেখেছে ভারত। ৫৮.৯৩ শতাংশ ম্যাচে জয় পেয়েছে তারা।
এছাড়া ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারণ হয়ে যাবে। অন্যদিকে পয়েন্ট টেবিলে ভারতের পরেই শ্রীলঙ্কা। তারা মোট ম্যাচের ৫৩.৩৩ শতাংশ ম্যাচে জিতেছে। কিউদের বিপক্ষে দুটি টেস্ট খেলা বাকি রয়েছে শ্রীলঙ্কার।
তালিকায় চার নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা। যেখানে ৪৮.৭২ শতাংশ ম্যাচে জয় পেয়েছে দলটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে সাউথ আফ্রিকা।
এস.আর/নিউজক্রিকেট২৪