নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রেইগ ব্রাফেটের উইকেট নেওয়ার মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। টেস্ট ক্রিকেট ইতিহাসের ৭ম বোলার হিসেবে এই অনন্য রেকর্ডে নাম লেখালেন তিনি। নিজের ১৪০ তম টেস্টে এই অর্জন করলেন তিনি। তার পূর্বে আরো ৭ জন অবশ্য এই রেকর্ডে নাম লিখিয়েছেন।
কোর্টনি ওয়ালশ, গ্লেন মেগ্রা, শেন ওয়ার্ন, অনিল কুম্বলে, শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন, জেমস এন্ডারসনের পর ৫০০ উইকেট অর্জনের তালিকায় এখন স্টুয়ার্ট ব্রডও আছেন।
তবে এই ৫০০ উইকেটের ক্লাবে থাকা ব্রড ও এন্ডারসন দু’জনের মধ্যেই রয়েছে একটি মিল। দুইজনেই ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন উইন্ডিজ প্লেয়ার ক্রেইগ ব্রাফেটের উইকেট শিকারের মাধ্যমে।
যদিও ব্রড ৫০০ উইকেটের ক্লাবে থাকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট (১৪০ টেস্ট) খেলে এই অর্জন করেছেন কিন্তু বল সংখ্যার বিচারে ৫০০ উইকেট নেওয়ার তালিকায় তৃতীয়তে আছেন এই ইংলিশ পেসার। ৫০০ উইকেট নিতে তিনি বল করেছেন ২৮৪৩০ টি।
৫০০ উইকেটের ক্লাবে থাকা খেলোয়াড়দের উইকেট সংখ্যাঃ
মুত্তিয়া মুরালিধরন – ৮০০ উইকেট
শেন ওয়ার্ন – ৭০৮ উইকেট
অনিল কুম্বলে – ৬১৯ উইকেট
জেমস এন্ডারসন – ৫৮৯* উইকেট
গ্লেন ম্যাগ্রা – ৫৬৩ উইকেট
কোর্টনি ওয়ালশ – ৫১৯ উইকেট
স্টুয়ার্ট ব্রড – ৫০০* উইকেট