নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা আন্তর্জাতিক ক্রিকেটসহ বিভিন্ন জায়গায় হর হামেশাই দেখা যাচ্ছে। তবে ছয় বলে ছয়টি উইকেট কখনোই দেখা যায় না। এবার ছয় বলে ছয় উইকেট শিকার করে ক্রিকেট বিশ্বে অনন্য নজির স্থাপন করলেন নিউজিল্যান্ডের এক স্কুল পড়ুয়া ক্রিকেটার।
বুধবার (২২ মার্চ) নিউজিল্যান্ডের স্কুল ক্রিকেটে পালমারস্টোন নর্থ বয়েজ হাইস্কুল ও রোটোরোয়া হাইস্কুলের মধ্যকার ম্যাচে এমন ঘটনার জন্ম দেন ম্যাট রোয়ি। পালমারস্টোন নর্থ বয়েজ হাইস্কুলের হয়ে এ রেকর্ড গড়েন তিনি।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘নিউজিল্যান্ড হ্যারাল্ড’ জানিয়েছে, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পাওয়া রোয়ি বুধবার ম্যাচে ৬ ওভার বোলিং করে ১২ রানে ৯ উইকেট শিকার করেছেন। এর মধ্যে নিজের পঞ্চম ওভারে ৬ বলে ৬ উইকেট নেন ১৩ বছর বয়সী রোয়ি। একেবারেই অবিশ্বাস্য ব্যাপার’ এমন প্রতিক্রিয়া দেখান ম্যাট। শেষ পর্যন্ত ৬ ওভার বোলিং করে ১২ রান খরচ করে ৯ উইকেট শিকার করেন ম্যাট।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ১৩ বছর বয়সী রোয়ি বলেন, প্রথম দুই বলে উইকেট তুলে নেয়ার পর আম্পায়ারের সঙ্গে কথা হয়। তিনি (আম্পায়ার) বলছিলেন, আমাদের সময় খুব একটা হ্যাটট্রিক দেখিনি। তখন আমি ভাবলাম তাহলে আম্পায়ারের জন্য না হয় চেষ্টা করে দেখা যাক। সেটাই ছিল শুরু।
৪ বলে ৪ উইকেট, অর্থাৎ ডাবল হ্যাটট্রিক হওয়ার পরের অনুভূতির কথা জানাতে গিয়ে রোয়ি বলেন, চতুর্থ উইকেট পেয়ে যাওয়ার পর মনে হয়েছে, বিষয়টি তাহলে সিরিয়াস হয়ে যাচ্ছে। ৫ বলে ৫ উইকেট পাওয়ার পর? বিস্মিত। সত্যিই বিস্মিত হয়েছি। এমনকিছু হবে তা ভাবিনি।
সেই ওভারের শেষ বলে উইকেট পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে এ খুদে ক্রিকেটার বলেন, বিশ্বাস হচ্ছিল না। সতীর্থরা আমাকে ঘিরে ধরেছিল। সবকিছু পাগলাটে মনে হচ্ছিল। সতীর্থরা আমার চেয়ে বেশি উন্মাদনা দেখিয়েছে।
ক্রিকেটীয় পরিভাষায় এক ওভারে ছয় উইকেট শিকার করাকে ‘পারফেক্ট ওভার’ বলা হয়। এর আগে ২০১৭ সালের ২১ জানুয়ারি অস্ট্রেলিয়ার বালারাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে ইস্ট বালারাত ক্রিকেট দলের বিপক্ষে এক ওভারে ছয়টি উইকেট শিকার করেছিলেন অ্যালেড ক্যারি। এবার দীর্ঘ বছর পর আবার এমন ঘটনা ঘটালেন রোয়ি।
আন্তর্জাতিক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনা এর আগে দেখা মিলে নাই। তবে অসংখ্য হ্যাটট্রিকের পাশাপাশি এক ওভারে সর্বোচ্চ চারটি উইকেট শিকারের ঘটনা দেখা গেছে।
এস.আর/নিউজক্রিকেট২৪