‘৫’ ম্যাচ পর অবশেষে জয়ের মুখ দেখলো মোহামেডান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টানা চার ম্যাচে অসহায় আত্মসমর্পণ এর পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লীগে শ্বাসরুদ্ধকর ম্যাচে সিটি ক্লাবকে তারা হারিয়েছে ৫ রানে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে মোহামেডান। মাত্র ৫৩ রানেই ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলা দলটির দলীয় সংগ্রহ ১০০ হওয়া নিয়েই তৈরী হয়েছিল অনিশ্চয়তা।

তবে এরপর অলরাউন্ডার শুভাগত হোম ও মজিদ দুজনের দারুন লড়াইয়ে ঘুরে দাঁড়ায় মোহামেডান। আব্দুল মজিদের ৬৪ ও শুভাগত হোমের ৫৯ রানে ২২৮ রানের লড়াকু সংগ্রহ পায় দলটি।

২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিটি ক্লাবকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার। তবে নাজমুল অপু ওপেনিং জুটি ভাংগলে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিটি ক্লাব। ১০০ রানের আগেই হারিয়ে ফেলে ৫ উইকেট।

১৪২ রানে ৭ উইকেট হারানো দলটিকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন ব্যাটসম্যান জাওয়াদ রোয়েন। তবে তাকে কেউ যোগ্য সংগ দিতে পারেননি। ব্যক্তিগত ৬৪ রানে সৌম্যের বলে রোয়েন আউট হলে টানা ৪ ম্যাচ পর জয়ের দেখা পায় মোহামেডান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »