৫০০ ম্যাচের মাইলফলক ছুঁলেন শোয়েব মালিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বিপিএলে মাঠে নেমেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ তম ম্যাচের মাইলফলক ছুঁলেন পাকিস্তানের শোয়েব মালিক। ক্রিকেট ইতিহাসের তৃতীয় এবং প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে এমন রেকর্ড গড়লেন এ অলরাউন্ডার।

আজ শুক্রবার মিরপুরে রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে খেলতে নেমেই এই রেকর্ড গড়েছেন মালিক। এর আগে কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো এলিট ক্লাবে প্রবেশ করেছেন। মাঠে নামার সময় মালিককে ‘গার্ড অব অনার’ দিয়েছেন সতীর্থরা।

জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ পাকিস্তানের শোয়েব মালিক। বিপিএল, পিএসএল, সিপিএল, আইপিএল, বিগব্যাশ, এসএলপিএল সহ সব লিগেই খেলেছেন এ অলরাউন্ডার।

এর আগে টি-টোয়েন্টিতে ৪৯৯ টি ম্যাচ খেলেছেন শোয়েব মালিক। যেখানে ব্যাট হাতে ১২ হাজার ২৮০ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান ৯৫। ৩৬.১১ গড়। স্ট্রাইকরেট ১২৭.৪৩। হাফসেঞ্চুরি ৭৫টি। এছাড়া বল হাতে ১৬২টি উইকেটও শিকার করেছেন তিনি।

পাকিস্তানের হয়ে ১২৪ ম্যাচ খেলে ৩১.২১ গড়ে হাফসেঞ্চুরি ৯টিসহ ২ হাজার ৪৩৫ রান মালিক করেছেন শোয়েব। যেখানে সর্বোচ্চ ৭৫, স্ট্রাইকরেট ১২৫.৬৪। বল হাতে ২৮টি উইকেটও শিকার করেছেন এ অলরাউন্ডার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »