নিউজ ডেস্ক »
৩ লক্ষ টাকায় বিক্রি হলো ১৫ জন ক্রিকেটারের স্বাক্ষরিত সাকিব আল হাসানের ব্যাট। রোববার রাতে শুরু হওয়া ব্যাটের নিলাম শেষ হয়েছে কিছুক্ষণ আগে।
মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালসহ দেশের বেশ কিছু তারকা ক্রিকেটারের স্বাক্ষরিত ব্যাট ৩ লক্ষ টাকায় বিক্রি করেছে নিলাম প্ল্যাটফর্ম “অকশন ফর অ্যাকশন”। অস্ট্রেলিয়ার একজন প্রবাসী বাঙালি মাসুদ আরো একটি নিলাম থেকে এই ব্যাটটা কিনে নিজের সংগ্রহে রেখেছিলেন। কিন্তু করোনাভাইরাস বা কোভিভ – ১৯ এর এই মহামারীর সময়টাতে এই ব্যাটটা নিলামে তুলার সিদ্ধান্ত নেন তিনি।
এই ব্যাটের বিশেষত্ব হলো বাংলাদেশের ১৫ জন ক্রিকেটারের স্বাক্ষর আছে ব্যাটটাতে। নিলামে এই ব্যাটের ভিত্তিমূল্য ছিলো ৯৯,৯৯৯ টাকা। রোববার রাতে এই ব্যাটের নিলাম শুরু হয়ে শেষ হয়েছে আজ।
এই ব্যাট থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই চলে যাবে সাকিব আল হাসানের হাতে গড়া ফাউন্ডেশন দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে। আর সাকিবের এই ফাউন্ডেশন থেকে এই অর্থগুলো ব্যয় করোনাভাইরাস বা কোভিড-১৯ এ বিপর্যস্ত মানুষদের কল্যাণে।