৩০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হ্যারি ব্রুক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে দারুণ খেলেছেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক। মাত্র ছয়টি টেস্ট খেললেও টেস্ট ক্রিকেটে নজড় কেড়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি দ্বিতীয় টেস্টে ৩০ বছরের পুরনো রেকর্ড ভাঙছেন হ্যারি ব্রুক। ১৯৯৪ সালে ভারতীয় দলের বাঁহাতি ব্যাটার বিনোদ কাম্বলি এ রেকর্ড করেছিলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অপরাজিত ১৮৪ রান করেছেন হ্যারি ব্রুক। যেখানে ২৪টি চার ও পাঁচটি ছক্কা মেরেছেন তিনি। এখন হ্যারি ব্রুক প্রথম নয় ইনিংসে ৮০৭ রান করেছেন। এমন রান আগে কেউ করতে পারেনি।

১৯৯৩ সালে অভিষেক হয়েছিলেন বিনোদ কাম্বলি। এরপরে থেকেই দারুণ খেলেছেন তিনি। বিনোদ কাম্বলি প্রথম নয় ইনিংসে ৭৯৮ রান করেছিলন। তবে তিনিও ৮০০ ছুঁতে পারেননি। হ্যারি ব্রুক শুধু বিনোদ কাম্বলির রেকর্ডই ভাঙেননি, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে কম ম্যাচ খেলে ৮০০ পেরিয়েছেন। যেহেতু তিনি এখনও অপরাজিত রয়েছে আরও রান সংখ্যা বাড়তে পারে।

হ্যারি ব্রুকের টার্গেট এখন আরেকটি রেকর্ড এর দিকে। এটি হ্যারি ব্রুকের ষষ্ঠ টেস্ট ম্যাচ। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান প্রথম ছয় টেস্টে ৮৬২ রান করেছিলেন, এখন হ্যারি ব্রুকের লক্ষ্যে এখন সেই রেকর্ড। ব্র্যাডম্যানের রেকর্ডের থেকে খুব বেশি দূরে নেই তিনি।

প্রথম ছয় টেস্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখনও ভারতের সুনীল গাভাসকরের নামে রয়েছে। ৯১২ রান করেছিলেন তিনি। তবে তিনি সুনীল গাভাসকরের চেয়ে অনেক পিছিয়ে আছেন। কিন্তু একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে যদি বেমি রান করতে পারেন তাহলে গাভাসকরের রেকর্ডও নিজের করে নিতে পারেন হ্যারি।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »