২৬ সদস্যের প্রস্তুতি ক্যাম্প ঘোষণা করেছে সিএ, চোখ ইংল্যান্ড সফরে

নিউজ ডেস্ক »

করোনা পরবর্তী প্রস্তুতি ক্যাম্পের জন্য ২৬ সদস্যর দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে ফিরেছেন সাম্প্রতি চুক্তি থেকে বাদ পরা ওসমান খাজা। এছাড়াও দলে এসেছে ৩ জন নতুন মুখ।

করোনা ভাইরাসের মহামারীতে কাবু সারা বিশ্ব। এর মধ্যেই খেলাধুলা ফিরেছে মাঠে। দর্শকহীন মাঠে ফুটবলের পর ক্রিকেটও ফিরেছে মাঠে। গত ৮’ই জুলাই ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ক্রিকেট। পাকিস্তানও অপেক্ষা করছেন ইংল্যান্ডে।

এদিকে চলতি মাসেই ইংল্যান্ড সফরের কথা থাকলেও চলমান পরিস্থিতির কারণে স্থগিত হয়েছিলো ৩ ম্যাচের ওডিআই সিরিজের সফরটি। ডিসেম্বরে শুরু হতে পারে সিরিজটি। সেই লক্ষ্যে প্রস্তুতি ক্যাম্পও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৬ সদস্যের এই দলে নতুন মুখ হিসেবে দেখা গেছে ৩ জন ক্রিকেটারকে। নতুন মুখ হিসেবে ক্যাম্পে থাকবেন ডিলে মেরেডিথ, যশুয়া ফিলিপ এবং ড্যানিয়েল সামস। এদিকে সাম্প্রতি চুক্তি থেকে বাদ পরা ওসমান খাজাও আছেন এই ক্যাম্পে।

এদিকে চোটের কারণে দলে নেই জেসন বেহরেনডর্ফ ও ঝাই রিচার্ডসন৷ ক্যাম্পের এই ২৬ জন ক্রিকেটারকে নিয়েই পরবর্তী সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ২৬ সদস্যের দল: শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মাইকেল নিসার, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, ডার্সি শর্ট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »