২০২৩ বিশ্বকাপ জিততে চান সাকিব!

নিউজ ডেস্ক »

২০২৩ সালের ভারতে বসবে আগামী বিশ্বকাপ। সে বিশ্বকাপটি দেশকে জেতাতে চান সাকিব আল হাসান। নিজের খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর আগে দেশকে একটি বিশ্বকাপ এনে দিতে চান৷ তাই সাকিবের চোখ এখন ২০২৩ ভারত বিশ্বকাপ।

সম্প্রতি চ্যানেল টুয়েন্টি ফোরকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে সাকিব এসব বিষয়ে কথা বলেন। তিনি জানান ২০২৭ বিশ্বকাপের আগেই ২০২৩ বিশ্বকাপে দেশকে জেতাতে চান। তিনি বলেন, ‘বিশ্বকাপ জয় আসলে দলগত একটি লক্ষ। ২০২৭ বিশ্বকাপ এখনো অনেক দূরে, প্রায় ৭ বছর। কিন্তু ২৩ বিশ্বকাপ অনেক কাছে। মাত্র আড়ায় থেকে ৩ বছর। সুতরাং ২৩ বিশ্বকাপেই সহজ। আমি চাই ২৩ বিশ্বকাপ জিততে।’

বিশ্বকাপ জেতা বাংলাদেশের পক্ষে আসলে কতটুকু সম্ভব। কিনবা বাংলাদেশ পারবে কিনা, এই ব্যাপারে সাকিব বলেন, ‘আসলে ১৯ বিশ্বকাপেও আমাদের বাস্তবসম্মত ছিলো। আমাদের সে সুযোগ ছিলো। ২৩ বিশ্বকাপ এশিয়াতে হবে। আমাদের বিশ্বকাপ জেতার এর থেকে বেশি সুযোগ হবেনা। এশিয়াতে হওয়াতে অন্য এশিয়ান দলগুলোরও ভালো সুযোগ আছে৷ অনেক প্রতিযোগিতা হবে। আমাদের নতুন খেলোয়াড় উঠে আসবে। হয়তো ভালো পারফর্ম করার মত খেলোয়াড় বেশি থাকবে।’

বাংলাদেশ সময়ঃ ৯:৩০ পিএম

নিউজেক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »