২০২২ এর আগে সম্ভব নয় টি২০ বিশ্বকাপ!

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে পিছিয়ে যেতে পারে টি২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় করোনার প্রকোপ কমে এলেও এখনই কোন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দ্বিপাক্ষিক সিরিজ আগস্টে ফিরলেও টি২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনও দ্বিধায় বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া।

এদিকে বিশ্বকাপ পিছিয়ে নিতে অস্ট্রেলিয়ার সাথে একমত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সভাপতি এহসান মানি। অস্ট্রেলিয়ার সরকার করোনা ভাইরাসের ব্যাপারে অনেকটাই সচেতন ভূমিকায় রয়েছে। একসাথে এতোগুলো দেশ থেকে দলগুলোকে প্রবেশাধিকার দিবে কিনা সে নিয়েও সন্দিহান তিনি। এহসান মানি বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের সরকার। তাঁরা খুবই সতর্ক। যদিও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। যদি বিশ্বকাপ এই বছর নির্দিষ্ট সময় হয়, তাহলে সেটা জৈব নিরাপদ পরিবেশে হতে হবে। যেমন পাকিস্তান ইংল্যান্ডে যেভাবে খেলতে সেভাবে। দল গুলো আসবে, একটা হোটেলে থাকবে। কোন দর্শক থাকবে না। যা একদম অসম্ভবের কাছাকাছি। তাই আমার মনে হয় এই বছর কোন আইসিসি টুর্নামেন্ট আয়োজন সম্ভব না।’

এছাড়া আগামী বছরেও ভারতে আয়োজন হবে আরও একটি বিশ্বকাপ সেক্ষেত্রে একই বছর দুটি বিশ্বকাপেও মত নেই মানির। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হলেও ২০২২ সালে আইসিসির টুর্নামেন্ট নেই বলে সে বছরের শূন্যস্থান পূরণ করতে চাইছেন সাবেক এই আইসিসি সভাপতি। মানি বলেন,  ‘আমার মতে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে দেওয়া উচিত। ২০২০, ২০২১ ও ২০২৩ সালে আইসিসি টুর্নামেন্ট হওয়ার কথা। মাঝের খালি জায়গায়টা পূর্ণ হবে যদি এক বছর পিছিয়ে যায়। কথাবার্তা সেদিকেই এগোচ্ছে।’

তবে আইসিসি থেকে এখনও কোন বিজ্ঞপ্তি না পাওয়া গেলেও আগামী বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তারা। আয়োজক অস্ট্রেলিয়ার সরকারের সবুজ সংকেত না পেলে ২০২২ এর আগে বিশ্বকাপ আয়োজনের কোন সম্ভাবনাই নেই।

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »