নিউজ ডেস্ক »
জুয়াড়ির দেয়া প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞায় আছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সবাই মনে করেন সাকিবের এই প্রস্তাব লুকানো তার জীবনের সব চেয়ে বড় ভুল। কিন্তু সাকিব তা মনে করেননা। তার ধারণা অন্যরকম। সাকিব মনে করে ২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশকে জেতাতে না পারা সাকিবের জীবনের সব চেয়ে বড় ভুল।
সম্প্রতি চ্যানেল টুয়েন্টি ফোরকে এক ভিডিও সাক্ষাৎকারে সাকিব একথা বলেন। তাকে প্রশ্ন করা হয় তার জীবনের বড় ভুল কোনটি। উত্তরে তিনি বলেন,” জীবনে এত এত ভুল। কোনটা রেখে কোনটা বলি। তবে আমি মনে করি ২০১২ সালে আমাদের এশিয়া কাপ জিততে পারতাম। ওইখানে আউট মনে হয় আমার ভুল ছিলো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আফসোসও আছে সাথে ভুলও।
অধিনায়ক হিসেবেও সাকিবের অনেক ভুল আছে বলে মনে করেন তিনি। তবে তা দলের উপকারের জন্য নিয়ে ছিলেন বলে জানিয়ে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার ভুলের সিদ্ধান্তও কম না। কিন্তু সেসব ডিসিশন আমি দলের জন্য নিয়েছিলাম৷ আমার উদ্দেশ্য ভালো ছিল। উদ্দেশ্য ভালো থেকে যদি খারাপ সিদ্ধান্ত নিতাম তাহলে খারাপ লাগতো। তাই অধিনায়কত্বের বিষয় নিয়ে এত ভাবিনা।’
বাংলাদেশ সময়ঃ ৭:২০ পিএম
নিউজক্রিকেট/আরআর