২০০৭ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য গ্রেগ চ্যাপেলকে দায়ী করলেন হরভাজন

নিউজ ডেস্ক »

২০০৭ বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বরণীয় একটি বিশ্বকাপ অবশ্যই। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারতকে হারিয়ে ২য় রাউন্ডে ওঠে বাংলাদেশ। শুধু তাই নয় বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে প্রথম রাউন্ডেই বিদায় নেয় ভারত। তবে সেবার হারের তীব্র লজ্জার জন্য সাবেক স্পিনার হরভাজন সিং দায়ী করলেন তৎকালীন ভারতের কোচ গ্রেগ চ্যাপেলকে। ৩৯ বছর বয়সী হরভাজন মনে করেন, তাদের দল সেসময়ে যথেষ্ট ভালো ছিলো এবং সে তুলনায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ছোট দল ছিলো তাদের কাছে হেরে বিদায় নেওয়াটা গ্রেগ চ্যাপেলের দলের মধ্যে বিভাজন সৃষ্টি করাকেই দায়ী করছেন সাবেক এই স্পিনার।

২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয় রাহুল দ্রাবিড়ের দল। শেবাগ, দ্রাবিড়, টেন্ডুলকার, যুবরাজ সিং, জহির খানদের প্রথম রাউন্ডেই বিদায় করে তখনকার দুই ছোট দল। দলের অনেক সতীর্থ খেলোয়াড়ই দোষ দেখছেন গ্রেগ চ্যাপেলে। এবার এক ইউটিউব লাইভে আকাশ চোপড়ার সাথে কথোপকথনে ২০০৭ বিশ্বকাপ প্রসঙ্গে মুখ খুলেন হরভাজন সিং। তিনি দলের মধ্যে বিভাজন সৃষ্টির ফলে খেলোয়াড়েরা যে মানসিক চাপে ছিলো সেটিই হারের কারণ হিসেবে উল্লেখ করেন। দলের মধ্যে বিভেদ সৃষ্টিই হারের বড় কারণ হিসেবে দেখছেন সাবেক এই স্পিনার।

হরভাজন বলেন, ‘২০০৭ বিশ্বকাপে আমারা খারাপ দল ছিলাম না। নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারিনি। মানসিকভাবে খুবই বাজে অবস্থায় ছিল পুরো টিম। সতীর্থ খেলোয়াড়েরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। দলের মধ্যে এমন বিভাজন সৃষ্টির জন্য দায়ী ছিলেন গ্রেগ চ্যাপেল। এমন মানসিক চাপের মধ্যে থাকা একটা দল স্বাভাবিকভাবেই ভালো করবে না। আমরা শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিলাম।অথচ শ্রীলঙ্কা ও বাংলাদেশ মোটেই বড় দল ছিল না।’

২০০৭ বিশ্বকাপকে নিজের ক্যারিয়ারের সবচাইতে খারাপ সময় হিসেবেও আখ্যা দিয়েছেন ৩৯ বছর বয়সী হরভজন। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘২০০৭ বিশ্বকাপ আমার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়। আমরা তখন কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে চলছিলাম। গ্রেগ চ্যাপেলের মতো একজন ভুল লোক তখন জাতীয় দলের দায়িত্বে। তিনি ঠিক কি করতে চাইতেন তা নিয়ে দলের সবার মধ্যে একটা অস্বস্তি কাজ করত। দেশকে প্রতিনিধিত্ব করার জন্য সময়টা সঠিক ছিল না।’

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »