নিউজ ডেস্ক »
দ্বিতীয় বার করোনা পরীক্ষা করিয়ে তাতেও নেগেটিভ এসেছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। ফলে তার এখন ইংল্যান্ডে অবস্থানরত পাকিস্তান জাতীয় দলের সাথে যোগ দিতে আর কোনো বাধা নেই।
পাকিস্তান দল ইংল্যান্ড যাওয়ার আগে আমির তার নাম স্কোয়াড থেকে নিয়ে তুলে নেয়। মূলত সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে তিনি জাননি। কিন্তু নির্ধারিত সময়ের আগেই তার সন্তান পৃথিবীতে চলে এসেছে ফলে পরে আমির ইংল্যান্ড যাওয়ার ইচ্ছে প্রকাশ করে।
আমিরের এই ব্যস্ততার পরেও পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ইংল্যান্ড সফরের জন্য বিবেচনা করে। এর জন্য তার প্রয়োজন ছিলো ২ বার করোনা নেগেটিভ ফলাফল। অবশেষে তার ২ বার করোনা নেগেটিভ ফলাফল এসেছে। ফলে এখন সে ইংল্যান্ড যেতে পারবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আমিরকে দলের সাথে যোগ দিতে অনুমতি দেয়া হয়েছে। আরেক পেসার হ্যারিস রউফের ৪র্থ বারের মত করোনা পজিটিভ হওয়ায় আপাতত তার পরবর্তীতে দলে থাকবেন আমির। ইংল্যান্ডের উদ্দেশ্য আমির কখন দেশ ছাড়বেন তা জানা যায়নি। সিরিজের প্রথম টেষ্ট শুরু হবে ৪ঠা অক্টোবর ওল্ড ট্র্যাফোর্ডে।
নিউজক্রিকেট/আরআর