২য় টেস্টেও বর্ণবাদের বিরুদ্ধে ক্রিকেটারদের প্রতিবাদ!

নিউজ ডেস্ক »

প্রথম টেস্টের মতো ২য় টেস্টেও বর্ণবাদ বিরোধী আন্দোলনের পক্ষে প্রতিবাদ জানিয়েছেন ইংল্যান্ড ও উইন্ডিজের খেলোয়াড় সহ আম্পায়াররা। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছিলেন বিভিন্ন দেশের ক্রিকেটার সহ সর্বস্তরের মানুষ। সিরিজের ১ম টেস্টেও বর্ণবাদের বিপক্ষে হাঁটু গেড়ে সমর্থন জানিয়েছিলেন ক্রিকেটার ও আম্পায়াররা।

সাউদাম্পটনের ক্রিকেটারদের করা এই প্রতিবাদ বেশ প্রশংসীত হয়েছিলো ক্রিকেট ভক্ত থেকে বিভিন্ন স্তরের মানুষের কাছে। ২য় টেস্টেও ব্যতিক্রম নয়,সেই একি ভাবে হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী প্রতিবাদে সামিল হন দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা।

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পরই পুরো বিশ্ব জুড়েই প্রতিবাদ শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ করা হয়।এ সময়ে কৃষ্ণাঙ্গ অনেক  খেলোয়াড়েরা পূর্বে তাদের সাথে বর্ণবাদ নিয়ে হওয়া অন্যায় নিয়ে অভিযোগও তোলেন।কৃষ্ণাঙ্গদের এই প্রতিবাদে সামিল হন শ্বেতাঙ্গরাও।

সিরিজের ১ম টেস্টে ৪ উইকেটের জয়ে ১-০ তে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।ওল্ড ট্রাফোডে সিরিজের ২য় টেস্টে একদিকে সিরিজ সমতা করতে ইংল্যান্ড আরেকদিকে সিরিজ জয় তুলে নিয়ে মরিয়া ক্যারিবিয়ানরা।

নিউজক্রিকেট/ এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »