নিউজ ডেস্ক »
২০১৬ সালের বিশ্বকাপে ভারতের মাটিতে ভারতকে হারানোর মঞ্চ এর থেকে বেশি ভালো হতে পারতোনা। শেষ ৩ বলে লাগতো ২ রান৷ আর বাংলাদেশ হেরেছে ১ রানে। এই ম্যাচ এখনো পোড়ায় মাহমুদুল্লাহকে। কেদেঁছিলো পুরো ড্রেসিংরুম।
বাংলাদেশের সমর্থকদের আপনি যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের কোন হার এখনো কষ্ট দেয় তাদের, তাহলে বেশিরভাগ সময় উপরের দিকে থাকবে ২০১৬ সালে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে সেই ১ রানের হার। বাংলাদেশ প্রায় ম্যাচটি জিতে গিয়েছিল। শেষ ওভারে দরকার ১১ রান। ওভারের চতুর্থ বলে মুশফিক আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশের দরকার ছিলো ২ বলে ২ রান। স্ট্রাইকে ছিলেন মাহমুদুল্লাহ। কিন্তু তিনিও হার্ডিক পান্ডিয়ার ফুল টস বলে আউট হয়ে যান ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে৷ এরপর ১ বলে ২ রান লাগলে মুস্তাফিজুর রহমান রান আউট হয়ে যায়। আর ভারত অবিশ্বাস্য ভাবে ম্যাচ জিতে নেয় ১ রানে। আর সে ম্যাচ পুরো বাংলাদেশের মত পোড়ায় মাহমুদুল্লাহকেও।
সম্প্রতি তিনি দেশের অনলাইন পোর্টাল ক্রিকফ্রেঞ্জির সাথে লাইভে আসেন। লাইভে তিনি এই ম্যাচের ব্যাপারে কথা বলেন। তিনি জানিয়েছিলেন সে ম্যাচে তিনি আবার ব্যাটিং করতে পারলে তিনি হাওয়ায় না মেরে গ্যাপ বের করে খেলবেন। তার ভাষ্যমতে, ‘আমি চেষ্টা করবো ঐ সময় গ্যাপ বের করে খেলার। আমার জীবনের অন্যতম শিক্ষা নিয়েছি ঐ ম্যাচ থেকে। আমি অনেক বড় ভুল করেছি ঐ ম্যাচে। কথাটা মনে পড়লে এখনো পোড়ায় আমাকে।’
এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি জানিয়ে রিয়াদ আরো বলেন, ‘আমি অনেক কিছু শিখেছি এই ম্যাচ থেকে। একটা কথা শুনেছি ইউ বার্ন, ইউ লার্ন। আমি সেদিন অনেক পুড়েছিলাম। সবাই অনেক কেঁদেছিলো ড্রেসিং রুমে।’
বাংলাদেশ সময়ঃ ২:৩০ পিএম
নিউজক্রিকেট/আরআর