দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তামিম ইকবালের দল।
৩৩৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিলো আইরিশদের। প্রথম উইকেট জুটিতে স্টারলিং ও ডোহেনি যোগ করেন ৬০ রান। কিন্তু এরপরই ম্যাচ থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে বাংলাদেশি বোলারদের সামনে আর দাঁড়াতেই পারেনি কোন আইরিশ ব্যাটার। এবাদত, নাসুমরা নিজেদের ঘরের মাটিতে হয়ে উঠেন অপ্রতিরোধ্য। দুজন মিলেই নিয়েছেন সাতজন আইরিশ ব্যাটারের উইকেট। জবাবে ১৫৫ রানে অলআউট হয় সফরকারীরা। ৪২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন এবাদত আর ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন নাসুম।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তামিমদেরও। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর সাকিব আর হৃদয়ের ব্যাটিং দৃঢ়তায় ৩৩৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। ৮৫ বলে ৯২ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অভিষিক্ত তৌহিদ হৃদয়।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামী ২০শে মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ৩৩৮/৮ (৫০)
সাকিব ৯৩, হৃদয় ৯২, মুশফিকুর রহীম ৪৪
হোমি ৪/৬০
আয়ারল্যান্ড ১৫৫/১০ (৩০.৫)
ডকরেল ৪৫, ডোহেনি ৩৪, স্টারলিং ২২
এবাদত ৪/৪২ ; নাসুম ৩/৪৩।