১৪ সদস্যের উইন্ডিজ দল হতে পারে ১৫

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে বেশ অনেকদিন যাবৎ ক্রিকেট বন্ধ বিশ্বে। ফুটবল মাঠে গড়ালেও ক্রিকেট গড়ায়নি অনেক দিন। তবে আগামী জুলাই মাসের ৮ তারিখ থেকে আবারও শুরু হতে যাচ্ছে ২২ গজের যুদ্ধ। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের।

১৪ সদস্যের স্কোয়াড নিয়ে ইংল্যান্ডের মাটিতে পাড়ি দিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ দল। সাথে ১১ জন ক্রিকেটার রাখা হয়েছিলো রিজার্ভ হিসেবে। এবার সেখান থেকেই ১ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হতে পারে মূল স্কোয়াডে এমনটিই জানিয়েছেন কোচ ফিল সিমন্স।

গত সেপ্টেম্বর থেকেই চোট জর্জরিত পেসার শ্যানন গ্যাব্রিয়েল। পুরোপুরি সেরে না ওঠায় মূল স্কোয়াডে যায়গা হয়নি এই ক্রিকেটারের। তবে এবার ভাগ্য খুলতে পারে তার।

গ্যাব্রিয়েলের দলে অন্তর্ভুক্তি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স জানান, ‘দেশ ছাড়ার আগে আমরা ১৪জনের স্কোয়াড দিয়েছিলাম। কারণ শ্যানন ইনজুরি থেকে তখনও পুরোপুরি সেরে উঠেনি। আমরা ওর চোট পর্যবেক্ষণ করেছি এতোদিন। আরও একটি দেখতে চাই, এরপরই স্কোয়াড ১৫ জনের করা হবে কিনা এই নিয়ে সিদ্ধান্ত নিব।’

সিমন্সের মতে নিজের ফিটনেসকে প্রমাণ করেই মূল দলে আসতে হবে এই পেসারকে৷ প্রস্তুতি ম্যাচের উপরেই নির্ভর করছে গ্যাব্রিয়েলের ভাগ্য। সিমন্স বলেন, ‘ইনজুরি যে কোন সময়েই ফিরে আসতে পারে। তাঁকে দেখে ফিট মনে হচ্ছে, দ্রুত গতিতে বোলিংও করছে। টেস্ট ম্যাচে মাঠে নামার খুব কাছে দাঁড়িয়ে আছে সে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে সে সিরিজ খেলার জন্য পুরোপুরি ফিট আছে।’

আগামী ৮’ই জুলাই শুরু হবে প্রথম টেস্ট। স্বাস্থ্য বিধি অনুসারে ২১ দিনেই খেলা শেষ করবে দুই বোর্ড। ইতিমধ্যে করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনও শেষ করেছে দলটি।

নিউজ ক্রিকেট/কেএমএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »